ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

ফারহানা নিশোর পরিকল্পনায় এবার উপস্থাপক শাকিব

প্রকাশিত: ০৮:৪০ এএম, ৩০ আগস্ট ২০১৬

জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে এবার উপস্থাপক হিসেবে পাওয়া যাবে। ‘আমার ছবি আমার গান’ নামের একটি গানের অনুষ্ঠানে প্রথমবারের তিনি উপস্থাপনা করলেন। অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিকল্পনা করছেন ফারহানা নিশো।

এ প্রসঙ্গে একুশে টিভির এই কর্মকর্তা বলেন, ‘শাকিব খান অভিনীত ১০টি ছবির গান নিয়ে ‘আমার ছবি আমার গান’র এই পর্বটি সাজানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্টুডিওতে একজন উপস্থাপক, একজন অতিথি এভাবে গৎবাঁধা নিয়মে অনুষ্ঠান তো নিয়মিতই হয়। ঈদের অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করতেই নতুন এই পরিকল্পনাটি করা হয়েছে। এটি দর্শকদের জন্য চমক হিসেবে থাকছে।’

শাকিব খান জানান, ‘আগে কখনো উপস্থাপনা করিনি। নিয়মিত করতেও চাই না। কিন্তু এই অনুষ্ঠানের ভাবনাতেই চমক আছে। তাই এর অংশ হলাম।’

Shakib

সোমবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানটির দৃশ্য ধারণ হয়। আসছে ঈদুল আজহায় একুশে টিভিতে প্রচারিত হবে অনুষ্ঠানটি।

এদিকে, গত রাতে ১১টা ৫৫ মিনিটের একটি ফ্লাইটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া গেলেন শাকিব। সেখানে আশিকুর রহমান পরিচালিত ‘অপারেশন অগ্নিপথ’ নামের ছবির শুটিংয়ে অংশ নেবেন তিনি। টানা ১৫ দিন সেখানে ছবির কাজ করে পরবর্তীতে মালদ্বীপে আবারো কাজ শুরু হবে। সে কারণে ঈদে শাকিব অভিনীত ‘বসগিরি’ এবং ‘শুটার’ ছবিটি দু’টি মুক্তি পাওয়ার কথা থাকলেও তিনি দেশে থাকবেন না।

এনই/এলএ/এমএস

আরও পড়ুন