এবার ৬ পর্বে আসছে তারকাবহুল নাটক চুটকী ভান্ডার
শামীম জামানের হাসির নাটক ‘চুটকী ভান্ডার’ গেল রোজা ঈদে এটিএন বাংলায় প্রচার হয়েছিলো। দর্শক জরিপে বেশ প্রশংসিত হয়েছিলো নাটকটি। সাফল্যের ধারাবাহিকতায় এবার এর সিক্যুয়েল নির্মিত হয়েছে। আসছে কোরবানী ঈদে সেটি প্রচার হবে।
এবারে নাটকের নামকরণ করা হয়েছে ‘চুটকী ভান্ডার ২’। আর এটি আসছে ৬ পর্বের ধারাবাহিক আকারে আলাদা ৬টি গল্প নিয়ে। গল্পগুলো হলো হরিনী, তালাগুনা, জলযোগ জলবিয়োগ, কৃপনের ধন, তিন পন্ডিত এবং ঘুষ খোর। নাটকগুলো রচনা করেছেন আহসান আলমগীর, ফজলুল সেলিম, আমানুল হক হেলাল এবং শামীম জামান। পরিচালনা করেছেন শামীম জামান। এর বিভিন্ন চরিত্রে দেখা যাবে সাজু খাদেম, আ খ ম হাসান, শামীম জামান, রহমত আলী, প্রাণ রায়, অহনা, আলভী, বাঁধন, আমানুল হক হেলাল, তারেক স্বপন, নূরে আলম নয়ন, এবং আরো অনেকে।
ঈদ অনুষ্ঠানমালায় নাটকে ভিন্নতা এবং প্রচলিত ধারার বাইরে গ্রাম বাংলার যাপিত জীবনের আনন্দ-বেদনা নিয়ে নির্মিত হয়েছে ‘চুটকী ভান্ডার’। নাটকটি ঈদের পরদিন থেকে ৭ম দিন পর্যন্ত রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে।
এলএ/এবিএস