সুজানা ও হৃদয়ের বাগদান সম্পন্ন
গত ১৯ জুলাই হৃদয়ের প্রেমে সাড়া দেয়ার কথা জানা গিয়েছিল। চার বছর পর হৃদয়ের প্রেমে সাড়া দিয়েছিলেন সুজানা। ওই চার বছর হৃদয়ের প্রেম ছিল একতরফা। সেই একতরফা প্রেম এখন পরিণতির দিকে যাচ্ছে। গতকাল রাতে হৃদয় ও সুজানার পরিবারের উপস্থিতিতে ঘরোয়াভাবে তাদের বাগদান সম্পন্ন হয়।
এ প্রসঙ্গে গতকাল হৃদয় খান জানান, ‘আমার অনেক খুশির দিন আজ। সুজানার প্রতি আমার প্রেম প্রমাণ করতে পেরেছি এবং সেটা পরিণতি লাভ করছে। সুজানাকে পেয়ে আমি দারুণ খুশি।’
খুশির ঢেউ পাওয়া গেল সুজানার কণ্ঠেও, ‘হ্যাঁ, অবশ্যই আমি খুশি। হৃদয়ের ভালোবাসায় আমি মুগ্ধ। এমন করে কেউ কাউকে ভালোবাসতে পারে, তা হৃদয় বোঝালো। আল্লাহ চাইলে এ বছরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে আমাদের বিয়ের আয়োজন হবে। সবার কাছে আমরা দোয়া চাই।’
সর্বশেষ - বিনোদন
- ১ খায়রুল বাসারকে নিয়ে কেয়া পায়েলের ক্যাপশন উস্কে দিলো প্রেমের গুঞ্জন
- ২ ‘নগ্নতার জন্য আপনাকে ভারতরত্ন দেওয়া উচিত’, অভিনেত্রীর খোঁচা
- ৩ ধর্মেন্দ্র-প্রভাসকে পেছনে ফেলে ছুটছে রণবীরের ‘ধুরন্ধর’
- ৪ কথিত ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে মুম্বাইয়ে ধরা পড়লেন তৃপ্তি দিমরি
- ৫ সংগীতশিল্পী প্রলয় চাকীর মৃত্যুতে চিকিৎসার অবহেলার অভিযোগ পরিবারের