ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

পুতুলের নতুন মিউজিক ভিডিও

প্রকাশিত: ০৩:০৭ এএম, ৩০ জানুয়ারি ২০১৫

নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন ক্লোজআপ তারকা পুতুল। সদ্য প্রকাশিত `পুতুলগান দ্বিতীয় অধ্যায়`-এর দুটো গানের মিউজিক ভিডিও তৈরি করছেন তিনি। এগুলোর শিরোনাম হচ্ছে `রঙমঞ্চের পুঁথি` ও `না হাঁটা পথ`।

এ প্রসঙ্গে পুতুল বলেন, `দুই বছর বিরতির পর আমার চতুর্থ একক অ্যালবামটি প্রকাশিত হয়েছে। অ্যালবাম প্রকাশের আগেই মিউজিক ভিডিও প্রকাশ করার ইচ্ছে ছিল। কিন্তু ব্যস্ততার কারণে তা হয়নি। অ্যালবামের `না হাঁটা পথ` ও `রঙমঞ্চের পুঁথি` গান দুটি ইতোমধ্যে শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছে। তাই শুরুতেই এ গানগুলোর ভিডিও নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছি।  

`পুতুলগান দ্বিতীয় অধ্যায়` পুতুলের চতুর্থ একক অ্যালবাম। এর সবগুলো মৌলিক গানের কথা, সুর ও সঙ্গীত করেছেন শিল্পী নিজেই। এতে মোট ১৩টি গান রাখা হয়েছে।

এইচএন/এমএস