ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বলিউডে নতুন বাঙালি নায়িকা প্রিয়া

প্রকাশিত: ০৩:৪৪ এএম, ৩০ জানুয়ারি ২০১৫

দক্ষিণী ছবির খুবই পরিচিত মুখ প্রিয়া ব্যানার্জি। বাঙালি মেয়ে প্রিয়ার জন্ম কানাডায়। তবে বেশ কয়েক বছর আগে ভারতে এসে দক্ষিণের সিনেমায় ক্যারিয়ার শুরু করেন। ইতিমধ্যেই বেশ কিছু ছবিতে অভিনয় করা হয়ে গেছে।

এবার তার পদার্পণ ঘটতে চলেছে বলিউডে। প্রথম আবির্ভাবেই একেবারে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে। পরিচালক সঞ্জয় গুপ্তর ছবি ‘জজবা’ দিয়ে ঐশ্বরিয়া বহুদিন বাদে অভিনয়ে ফিরছেন। আর সেই ছবিতে প্রিয়া ব্যানার্জি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।

পরিচালক প্রিয়ার খোঁজ পান টুইটার থেকে। হিন্দি ছবিতে কাজ করার কোন অভিজ্ঞতা না থাকায় অডিশনের মুখোমুখি হতে হয়েছিল প্রিয়াকে। তবে সাফল্যের সঙ্গে উতরেও  গেছেন।

জানা  গেছে, পরিচালক একটি বিশেষ চরিত্রের জন্য একটি নতুন মুখ খুঁজছিলেন। এ ব্যাপারে সঞ্জয় জানিয়েছেন, প্রিয়াকে কোন একটি ভিডিওতে, একটি ছোট ছবিতে কেউ আমাকে ট্যাগ করে দেয়। ছবি দেখে মনে হয় ছবির বিশেষ চরিত্রে ওকে নেয়া যেতে পারে। এরপরেই খোঁজ করে প্রিয়াকে ডাকা হয়েছিল অডিশনে।

ছবিতে আরও অভিনয় করছেন ইরফান খান, শাবানা আজমি ও জন আব্রাহাম।

এইচএন/এমএস