ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সেরার পুরস্কার পেলো গাড়িওয়ালা

প্রকাশিত: ০২:২৬ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

২৪-২৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নর্থ ক্যারোলিনা আন্তর্জাতিক  চলচ্চিত্র উৎসবে তিন ক্যাটিগরিতে সেরার পুরস্কার লাভ করেছে অনুদানের চলচ্চিত্র ‘গাড়িওয়ালা’।

ক্যাটিগরিগুলো হলো ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’, ‘শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা’ এবং ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’। ছবিটির পরিচালক আশরাফ শিশির। ছবিটির চিত্রনাট্যও তিনি লিখেছেন।

‘গাড়িওয়ালা’ এ চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছিল। এ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সুপার হিরো সুপার হিরোইন-খ্যাত অভিনেতা মুস্তাফিজুর নুর ইমরান জিতে নেন ‘শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা’ এবং শিশুশিল্পী কাব্য ও শেখ মারুফ যৌথভাবে জিতে নেয় ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ পুরস্কার।

রোকেয়া প্রাচী ও রাইসুল ইসলাম আসাদ ছাড়াও এ চলচ্চিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, সুপার হিরো সুপার হিরোইন খ্যাত ইমরান, সানসি ফারুক, আবদুর রহমান রাজীব, আর জে মুকুল ও সাকি ফারজানা, সিডর সুমন, মাটির, সাজ্জাদ লিটন, মুক্তা, সম্রাট, শুভ, আবদুর রহমান রাজীব, জগন্ময় পালসহ চারশ’ নাট্যকর্মী। শিশুশিল্পীরা হলো মারুফ, কাব্য, অর্ণব, স্বপ্ন, কিন্নর ও ঋদ্ধ।

এইচএন/এমএস