ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

খোঁজ মিলেছে অভিনেতা ফখরুল হাসান বৈরাগীর

প্রকাশিত: ০৮:৩২ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৬

নিখোঁজ হবার প্রায় ৪১ দিন পর খোঁজ মিলেছে প্রবীণ অভিনেতা ফখরুল হাসান বৈরাগীর। সোমবার (১৯ আগস্ট) দুপুরে তিনি নিজে রাজধানীর কলাবাগান থানায় এসে হাজির হন।

বর্তমানে বৈরাগী ডিএমপির মিডিয়া সেন্টারে আছেন। এই অভিনেতা জানান, তিনি নিখোঁজ হননি। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মগোপনে ছিলেন। পত্র-পত্রিকায় তার নিখোঁজ হওয়ার খবর দেখে তিনি নিজেই থানায় এসেছেন।  

এদিকে, ফখরুল হাসান বৈরাগীর স্ত্রী রাজিয়া স্বামী নিখোঁজ এই মর্মে কলাবাগান থানায় জিডি করেছেন বলে জানিয়েছিলেন সাংবাদিকদের। কিন্তু ওই থানার পুলিশ বলছে বৈরাগী নিখোঁজের বিষয়ে কোনো জিডি বা মামলা করা হয়নি।

জেইউ/এনই/এলএ/আরআইপি

আরও পড়ুন