ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

এবার নাটকে হাবিবুল বাশার

প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

ক্রিকেট থেকে অবসর নিয়েছে অনেক আগেই। বাংলাদেশর জাতীয় দলের অন্যতম সফল এ অধিনায়ক এবার শুরু করেছেন অভিনয় জীবন। পাঠক নিশ্চয় বুঝতে পারছেন কার কথা বলছি। হ্যাঁ বলা হচ্ছে হাবিবুল বাশারের কথা।

প্রথম বারের মতো ধারাবাহিক নাটকে অভিনয় করলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক। নাম ‘শূন্য জীবন’। কনা রেজার গল্প অবলম্বনে এর চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন মেহেদী বিন আশরাফ। ৪ ফেব্রুয়ারি থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে ধারাবাহিকটি। নাটকটির গল্প ঢাকার চার তরুণকে ঘিরে। তারা সবে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছে।

নির্মাতা মেহেদি বিন আশরাফ জানান, চারপাশের নানান বিচিত্র কাহিনী রয়েছে এতে। নাটকে প্রায় দশটি চরিত্র সবসময়ই থাকবে। আরও ১৫টি চরিত্র বিভিন্ন সময়ে আসবে। হাস্যরসের ওপর মূল ভিত্তি থাকলেও সুখ-দুঃখ, হাসি-কান্না, প্রেম-বিরহ আর সামাজিক মূল্যবোধের সন্নিবেশ ঘটবে গল্পটিতে।

‘শূন্য জীবন’-এ আরও অভিনয় করেছেন স্বাগতা, মৌসুমী নাগ, আলভী,  নওশাবা, অর্ষা, সাজু খাদেম, প্রাণ রায়, রওনক হাসান, আদ্নান ফারুক হিল্লোল, কচি খন্দকার, ম.ম. মোর্শেদ, হান্নান শেলী প্রমুখ।

এএইচ/আরআইপি