ভারতীয় পোশাকে সানি লিওন
সাধারণত খোলামেলা পোশাকেই সানি লিওনকে দেখতে আমার সবাই অভ্যস্ত। তবে এবার আর না। বিকিনি ছেড়ে এবার ভারতীয় পোশাকে আসছেন সাবেক এ পর্ন তারকা।
পরিচালক ববি খান্নার আপকামিং সিনেমা এক পেহেলি লীলা-তে সালোয়ার কামিজে দেখা যাবে বলিউডের এই হটিকে। সম্প্রতি সামনে এসেছে, এই ছবির নায়ক জয় ভানুশালীর সঙ্গে তোলা ভারতীয় নারীর পোশাকে সানির একটি ছবিটি।
সবুজ চুড়িদারে ইন্ডিয়ান বিউটি হয়ে উঠেছে বলিউডের এই বেবিডল। শোনা যাচ্ছে এই ছবিতে তিনটি রোল করতে দেখা যাবে তাঁকে। তবে বেশ কিছুদিন আগে মুক্তি পেয়েছিল এই ছবিতে সানির ফাস্ট লুক। যেখানে পুরনো অবতারে ফ্রেমবন্দি হয়েছেন সানি।
এএইচ/আরআই
সর্বশেষ - বিনোদন
- ১ খালেদা জিয়াকে সামনে থেকে দেখার মধুর স্মৃতি জানালেন গায়িকা পুতুল
- ২ খালেদা জিয়ার প্রস্থান যুগে যুগে মানুষের হৃদয়ে লেখা থাকবে: অপু বিশ্বাস
- ৩ খালেদা জিয়ার মৃত্যুতে মহাকালের সমাপ্তি হলো : কনকচাঁপা
- ৪ দুই সপ্তাহেই ৭৬০ মিলিয়ন, ১ বিলিয়ন আয়ের পথে নতুন ‘অ্যাভাটার’
- ৫ নায়ক বিদেশে, নতুন বছরের শুরুতে আসছে সিনেমা