অস্কারের রেড কার্পেটের গ্ল্যামার (দেখুন ছবি ও ভিডিও )
অস্কার যেমন সেরার স্বীকৃতির মঞ্চ তেমনই গ্ল্যামারের স্বর্গরাজ্যও। সিনে দুনিয়ার মেধার আলোর মতোই এখানে ঝলকে ওঠে ফ্যাশনের চমক। রেড কার্পেটে কোন সেলেব্রিটি কী স্টাইলে বাজিমাত করবেন, সে দিকে তাকিয়ে থাকে পুরো গ্লামার দুনিয়া।
এবারের ৮৭ তম অস্কার অ্যাওয়ার্ডের রেড কার্পেটও ঝলমল করে উঠেছিল সেলেব্রিটি দুনিয়ার গ্ল্যামারের ঝলকে। ৫০০ ফুট লম্বা ও ৩৩ ফুট চওড়া রেড কার্পেটে একে একে এসে হতে দেখা গেছে হলিউডের তারকাদের।
অস্কারের আসরে তাড়াতাড়িই পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী ডাকোটা জনসন। ‘ফিফটি শেডস অফ গ্রে’-র নায়িকা গাঢ় লাল পোশাকে বাড়িয়ে দিয়েছিলেন রেড কার্পেটের গ্ল্যামার। অভিনেত্রী জেনিফার অ্যানিস্টোনেরও পছন্দ লাল রঙ। একটু পরেই কালো স্যুটে রেড কার্পেটে পৌঁছতে দেখা গেছে বার্ডম্যাম নায়ক মাইকেল কেটনকে।
রেড কার্পেটে রুপোলি পোশাকে ডেয়ারিং লুকে ঝলমল করে উঠেছিলেন ফেলিসিটি জোনস। অ্যালেকজান্ডার ম্যাকুইন গাউনে নিজেকে সাজিয়ে ছিলেন এই নায়িকা। লাল গাউনের যে পাল্লা ভারী তা বোঝা গেছে ‘গন গার্ল’ নায়িকা রোজামন্ড পাইককে দেখেও।
তবে লাল ছেড়ে ক্রিম গাউনে রেড কার্পেটের রঙ পাল্টালেন গত অস্কারের সেরা সহ অভিনেত্রী লুপিতা নিয়োগি। লালের পাশে ফ্লোর লেংথ চিক ব্ল্যাক গাউনে দেখা গেছে সিয়েনা মিলারকে। ঘন নীল ব্লেজার-স্যুটে সেজে এসেছিলেন এডি রেডম্যান। গোল্ডেন-ব্ল্যাক কম্বিনেশনের পোশাকে তার পাশেই আলো ছড়ালেন স্ত্রী হানা। পপস্টার রিতা ওরার সোনলি-কালো গাউন, কেট ব্ল্যানচেটের কালো গাউনে রেড কার্পেটে যেন লাল-কালোর প্রতিযোগিতা।
এবারের সেরা অভিনেত্রীর দৌড়ে থাকা জুলিয়ান মুর অফ হোয়াইট গাউনে ধরে রাখলেন অস্কারের এলিগ্যান্সি। এরই মাঝে বলগাউনে সবার নজর কেড়েছেন জে লো। এমারেল্ড গ্রিন গাউন আর চোখ ধাঁধানো নেকলেসে চমকে দিয়েছেন স্ক্র্যারলেট জোয়ানসন। পোশাকে যেমন বাকিদের থেকে আলাদা তেমনই আলাদা তিনি চুলের স্টাইলেও।
সাদা-লালে নিজেকে চমকদার করে হাজির করেছিলেন লেডি গাগা। পোশাক থেকে উইগ সবেই সাদা, তারই মাঝে মাঝে লালের জেল্লা।
স্বচ্ছ সবুজ পোশাকে এসেছিলেন এমা স্টোন। জেনিফার এনিস্টোন স্ট্র্যাপলেশ সিমারিং পোশাকে টোনড ফিগারে চমকে দিয়েছেন। একটু পরেই এই দুই নায়িকাকে রেড কার্পেট দেখেছে গলায় গলায়।
এমএস
সর্বশেষ - বিনোদন
- ১ আতঙ্ক আর বেদনা নিয়ে ঢাকা ছাড়লেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর
- ২ চলছে রণবীর সিংয়ের রাজত্ব, ‘অ্যানিমেল’ টপকে সেরা দশে ‘ধুরন্ধর’
- ৩ ৪৬ বছর বয়সেই করুণ মৃত্যু, জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার
- ৪ যে কারণে ভেঙেছিল শুভর সঙ্গে প্রেম, অবশেষে মুখ খুললেন বিন্দু
- ৫ নিরাপত্তার কারণে কনসার্ট বাতিল হওয়ায় আর্থিক ক্ষতিতে ‘শিরোনামহীন’