আসছে অ্যামেজিং স্পাইডারম্যান-৩
‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান-২’ বেশ জমকালো আয়োজনে মুক্তি দেয়া হয়েছিল গত বছর। ছবিটি ছিল দর্শক মহলে বেশ প্রশংসিত। পাশাপাশি ব্যবসা সফলতার দিক দিয়েও সেরা দশের মধ্যে চলে এসেছিলো ছবিটি। তবে সহসাই এর তিন নম্বর সিক্যুয়ালটি আসছে না। তার জন্য স্পাইডারম্যান ভক্তদের অপেক্ষা করতে হবে ২০১৭ সাল পর্যন্ত।
এরই মধ্যে মারভেল স্টুডিও এবং সনি ছবিটি করার ঘোষণা দিয়েছে। তার জন্য স্পাইডারম্যান ভক্তদের অপেক্ষা করতে হবে ২০১৭ সাল পর্যন্ত। এবার আগের চেয়েও অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মাণ হবে ‘দ্য অ্যামেজিং স্পাইডার-৩’। নতুন এ চুক্তি অনুযায়ী ছবিটি পরিচালনার দায়িত্বে থাকছেন ডিজনির মারভেল স্টুডিওর প্রেসিডেন্ট কেভিন ফিজ এবং অ্যামি প্যাসকেল।
তবে এবারের ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান-৩’-এ দেখা যাবে না অ্যান্ড্রু গারফিল্ডকে। নতুন কাউকে এর জন্য বেছে নেয়া হবে। চলতি বছরের মাঝামাঝি থেকে এ ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে। আর ছবিটি মুক্তি দেয়া হবে ২০১৭ সালের ১৭ই জুলাই।
এমএস/এআরএস
সর্বশেষ - বিনোদন
- ১ হাদির আসনে নুরের দলের প্রার্থী মেঘনা আলম, দিলেন একগুচ্ছ প্রতিশ্রুতি
- ২ ইলিয়াস কাঞ্চনের জন্মদিন আজ, মন ভালো নেই নায়কের অনুরাগীদের
- ৩ কেটি পেরির সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের নতুন অভিযোগ
- ৪ রেস্তরাঁর গোপন ভিডিও ভাইরাল, জবাব জ্যাকুলিনের
- ৫ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে বড়দিনে শিল্পকলায় আয়োজন