কালো মেঘের ভেলায় রুনা
ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী রুনা খান গত বছর সরকারি অনুদানের চলচ্চিত্র ‘ছিটকিনি’তে কাজ শুরু করেছিলেন। অচিরেই সরকারি অনুদানের আরেকটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাম ‘কালো মেঘের ভেলা’। নির্মলেন্দু গুণের উপন্যাস ‘কালো মেঘের ভেলা’ অবলম্ব্বনে এ চলচ্চিত্রের চিত্রনাট্য করছেন ফারুক হোসেন।
চলচ্চিত্রটি নির্মাণ করবেন মৃত্তিকা গুণ। এতে রুনা খান রোজী নামের প্রধান চরিত্রে অভিনয় করবেন। রুনা খান বলেন, আমার প্রথম চলচ্চিত্র ‘ছিটকিনি’তে আমি প্রধান চরিত্রে অভিনয় করেছি। নতুন চলচ্চিত্র ‘কালো মেঘের ভেলা’তেও ঠিক তাই। দু’টি চলচ্চিত্রই আমার ক্যারিয়ারের জন্য ইতিবাচক কিছু বয়ে আনবে বলে আমি আশাবাদী।
আর এ মুহূর্তে আমি চলচ্চিত্রে অভিনয়ের প্রতি বিশেষ মনোযোগী হয়ে উঠেছি। খুব মনোযোগ দিয়ে এখানকার কাজ শেষ করতে চাই। আমি মনে করছি দু’টি চলচ্চিত্রই আমার জন্য নতুন চ্যালেঞ্জ। এদিকে ভাল দু’টি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেলেও টিভি নাটকের কাজ একেবারেই ছেড়ে দেননি রুনা খান। তবে এ মাধ্যমে অভিনয় কমিয়ে দিয়েছেন।
বর্তমানে তার অভিনীত দীপংকর দীপন পরিচালিত ধারাবাহিক নাটক ‘লাভগুরু ডটকম’ চ্যানেল নাইনে এবং কায়সার আহমেদ পরিচালিত ‘ঘোমটা’ বাংলাভিশনে নিয়মিত প্রচার হচ্ছে।
এমএস/এআরএস/এমএস
সর্বশেষ - বিনোদন
- ১ হাদির আসনে নুরের দলের প্রার্থী মেঘনা আলম, দিলেন একগুচ্ছ প্রতিশ্রুতি
- ২ ইলিয়াস কাঞ্চনের জন্মদিন আজ, মন ভালো নেই নায়কের অনুরাগীদের
- ৩ কেটি পেরির সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের নতুন অভিযোগ
- ৪ রেস্তরাঁর গোপন ভিডিও ভাইরাল, জবাব জ্যাকুলিনের
- ৫ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে বড়দিনে শিল্পকলায় আয়োজন