ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

অস্কারজয়ী লুপিটার মুক্তার গাউন চুরি

প্রকাশিত: ১২:১১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

গত বছরের অস্কারজয়ী অভিনেত্রী লুপিটা নিয়াঙ্গো মুক্তার গাউন চুরি হয়ে গেছে। ৬,০০০ মুক্তা বসানো গাউনটি পরেছিলেন গত রোববার অস্কার অনুষ্ঠানে। ফ্রান্সিসকো কোস্টার নকশায় মুক্তার বুননে গাউনটির মূল্য প্রায় দেড় লক্ষ ডলার। লুপিটার রূপসজ্জা আর পোশাক আলাদা করে নজর কেড়েছিল হলিউড সেলেবদের। বহু প্রশংসা পেয়েছেন। হয়েছে বিস্তর ‘ফোটো সেশন`।

অস্কার মঞ্চে এবার কোনও পুরস্কার পাননি গত বছরের অস্কারজয়ী অভিনেত্রী লুপিটা। গাউনের প্রশংসা কুড়িয়ে গভীর রাতে ফিরে এসেছিলেন পশ্চিম হলিউডের দ্য লন্ডন হোটেলে।

পুলিশকে লুপিটা জানিয়েছেন, মঙ্গলবার রাতে হোটেলে ফিরে আর খুঁজে পাননি তাঁর সেই পরমপ্রিয় গাউনটি। ওইদিন সকাল আটটা থেকে রাত নয়টার মধ্যে চুরি গেছে গাউনটি। ওই সময়ই তিনি হোটেলের বাইরে ছিলেন।

এএইচ/পিআর