দুই বাংলার চলচ্চিত্রে ডিজে সনিকা (ছবি ও ভিডিও)
ডিজে হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এবার অভিনেত্রী তকমাটা গায়ে লাগিয়ে নিচ্ছেন ডিজে সনিকা। ছোট পর্দায় অভিনয় করছেন। এবার তিনি নাম লেখাচ্ছেন বড় পর্দায়।
নাটকে শখের বসে অভিনয় করলেও মূল লক্ষ্য তার চলচ্চিত্র। আসল খবর হলো শুধু দেশী নয় কলকাতার ছবিতেও কাজের প্রস্তাব পেয়েছেন তিনি।
চলচ্চিত্র নিয়ে রাতারাতি কিছু করে ফেলার ইচ্ছা তার নেই। এ প্রসঙ্গে সানিকা বললেন, আমি যেকোন ছবিতে অভিনয় করতে ইচ্ছুক। তবে সেখানে আমার কাজের সুযোগ থাকতে হবে। ধীরে-সুস্থ্যেই কাজ করতে চাই।
চলচ্চিত্রে অভিনয় বিষয়ক কথা বলতে গিয়ে তিনি আরো জানান, চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করার সুযোগ মিললে আর নাটকে অভিনয় করবো না। দেখা যাক। সবই সময়ের ব্যাপার।
এরই মধ্যে ``ট্রিপল এফ`` শিরোনামের ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি।
এমজেড/আরআইপি