বৈশাখে ফিরছেন সিঁথি সাহা
বহুদিন গানে নেই মিষ্টি গানের শিল্পী সিঁথি সাহা। বিয়ের পর গত বছর স্বামীসহ নিউজিল্যান্ড পাড়ি জমিয়েছিলেন তিনি। দেশ ও গানের টানে ওখানকার সব ব্যস্ততা খানিক গুছিয়ে সম্প্রতি বাংলাদেশে এসেছেন সিঁথি। এরই মধ্যে বেশ কিছু টিভি চ্যানেলে পারফর্ম করেছেন। সামনেও লাইভ শো রয়েছে কিছু।
তবে নতুন খবর জানালেন, আসছে পহেলা বৈশাখে নতুন একক নিয়ে হাজির হচ্ছেন এই শিল্পী। এটি হবে তার ক্যারিয়ারের চতুর্থ একক। অ্যালবামটির নাম এখনও ঠিক হয়নি। তবে এর সবগুলো গান তৈরির কাজ প্রায় শেষ। পহেলা বৈশাখে সঙ্গীতার ব্যানারে বাজারে আসবে এটি।
অ্যালবাম নিয়ে সিঁথি জাগোনিউজকে বলেন, ‘অনেকদিন পর নতুন করে অ্যালবামের কাজ করছি। চেষ্টা করছি শ্রোতাদের ভালোলাগাকে প্রাধান্য দিয়ে গান করতে। এজন্য গানের ধরণ ও সুর-সঙ্গীতে বৈচিত্র রেখেছি। আশা করছি অ্যালবামটি শ্রোতাদের ভালো লাগবে।’
তিনি আরো বলেন, ‘অনেক আগে ‘এলো বৈশাখ’ শিরোনামের একটি গান করেছিলাম। গানটির ভিডিও তৈরি করা হলেও কোনো অ্যালবামে প্রকাশ হয়নি। আমার নতুন অ্যালবামে বৈশাখের এই গানটিও থাকছে। আর যারা ভিডিওটি দেখতে চান তারা ইউটিউবে গিয়ে ‘এলো বৈশাখ’ লিখে খুঁজলেই পেয়ে যাবেন।’
সিঁথি জানালেন, এই অ্যালবামের একটি গানের সুর নিজেই করেছেন। কিশোরের সঙ্গীতায়োজনে গানটির শিরোনম ‘ভালো থাকার জন্য’। এছাড়া অ্যালবামে ‘তোমার ডানায়’, ‘এক মহাকাল’, ‘মন বালিকা’ ইত্যাদি গানগুলো শুনতে পাওয়া যাবে। আর বিশেষ চমক হিসেবে থাকছে সিঁথি সাহার গলায় লোক গানের জনপ্রিয় ব্যক্তিত্ব মুজিব পরদেশীর গাওয়া ‘আমার সোনা বন্ধু রে’ গানটি।
প্রসঙ্গত, নিউ জিল্যান্ডে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত গান পরিবেশন করেন চর্চাটা ধরে রেখেছিলেন সিঁথি সাহা। সেখানে ‘গীতসুধা’ নামক একটি গানের স্কুলও সেখানে চালু করেছেন তিনি। প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি এই স্কুলে গান শিখছে ভিনদেশি শিশুরাও। শুধু তাই নয়, নিজের উদ্যোগে বিভিন্ন উৎসবেও নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করেছেন সিঁথি সাহা।
এলএ/এমএস