ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মিউজিক ভিডিও নিয়ে আসছেন এ আই রাজু

প্রকাশিত: ০৬:৫০ এএম, ২১ মার্চ ২০১৫

ছোটবেলা থেকেই গানের প্রতি ভালোবাসা তার। শিল্পী হবার বাসনায় শিখেছেন গিটার। গানের তালিম নিয়েছেন ওস্তাদ সঞ্জীব দে’র কাছে। এবার মিউজিক ভিডিও দিয়ে সঙ্গীতাঙ্গণে যাত্রা শুরু করতে যাচ্ছেন এ আই রাজু।

সম্প্রতি শ্যুটিং শেষ হওয়া এই মিউজিক ভিডিওটির গানের শিরোনাম ‘তালাশ’। রবিউল ইসলাম জীবনের কথায় এর সুর-সঙ্গীত করেছেন জনপ্রিয় ব্যান্ড মাইলস’র পরিচিত মুখ মানাম আহমেদ। চ্যানেল নাইনের হেড অব ইভেন্টস এন্ড প্রোগ্রাম তানভীর খানের আইডিয়ায় ভিডিওটি পরিচালনা করেছেন ফরহাদ আহমেদ।

এ মিউজিক ভিডিও নিয়ে রাজু বলেন, ‘ইচ্ছে ছিলো একক অ্যালবাম প্রকাশ করে তারপর ভিডিও নিয়ে আসবো। পরে ভাবলাম শ্রোতাদের সাথে একটা পরিচিতি দরকার। তাই তালাশ গানটির ভিডিও তৈরি করেছি। এই গান এবং মিউজিক ভিডিওর সাথে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি দর্শক-শ্রোতাদের মনোরঞ্জন করতে পারবো আমি।’

রাজু জানালেন, ভিডিওটির দৃশ্যধারণ শেষ। চলছে সম্পাদনার কাজ। শীঘ্রই ইউটিউবসহ দেশের বিভিন্ন চ্যানেলে এটি প্রচার হবে। সেইসাথে ‘তালাশ; গানটি শোনা যাবে বিভিন্ন এফএম রেডিওতে।

এ আই রাজু এর আগে গান করেছেন শওকত আলী ইমনের সঙ্গীতায়োজনে ‘দেশা- দ্যা লিডার’ ছবিতে। ‘একি মায়া’ শিরোনামের গানটি লিখেছিলেন সোমেশ্বর ওলি। বর্তমানে ব্যস্ত আছেন নিজের একক অ্যালবাম তৈরিতে।

রাজু বলেন, ‘আমার অ্যালবামটির সবগুলো গান সুর-সঙ্গীত করেবন মানাম আহমেদ। এরমধ্যে বেশ কিছু গান শেষ হয়েছে। বাকীগুলো গান তৈরি করে এ বছরেই শ্রোতাদের হাতে অ্যালবামটি তুলে দিতে চাই।’

এছাড়াও বাপ্পা মজুমদার, ইমন সাহার সাথে নতুন কিছু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন রাজু। তারুণ্যে উদ্দীপ্ত এই তরুণ তুর্কীর পথচলা সাফল্যে পূর্ণ হোক।

এলএ/এমএস