ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

লা বিউটি রুমা

প্রকাশিত: ০৩:৩৪ এএম, ২২ মার্চ ২০১৫

জনপ্রিয় র‌্যাম্প মডেল রুমাকে টিভি বিজ্ঞাপনে কমই দেখা যায়। তবে অনেকদিন পর আবারও একটি টিভি বিজ্ঞাপনে কাজ করলেন তিনি।

রম্য খান পরিচালিত ``লা বিউটি` নামের একটি পারফিউমের টিভিসিতে সম্প্রতি কাজ করলেন তিনি। পুরান ঢাকার রোজ গার্ডেনে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে রুমা বললেন, টিভি বিজ্ঞাপনে আমি একটু কাজ কম করে থাকি। তবে এবার যে বিজ্ঞাপনটিতে কাজ করলাম তা এককথায় বলা যায় আন্তর্জাতিক মানের। আমি নিশ্চিত বিজ্ঞাপনটি প্রচার হবার পর দর্শকরা তা খুবই পছন্দ করবেন।

উল্লেখ্য, র‌্যাম্প মডেলিং ছাড়াও রুমা এরই মধ্যে দুটি চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করে আলোচিত ও প্রশংসিত হয়েছেন।