ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আজ থেকে শুরু হচ্ছে দহন

প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২২ মার্চ ২০১৫

আজ রোববার থেকে এটিএন বাংলায় প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘দহন’।

সপ্তাহের প্রতি রবি থেকে মঙ্গলবার, রাত ৮টায় প্রচার হবে নাটকটি। অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, অরুণা বিশ্বাস, কে এস ফিরোজ, নাজনীন চুমকী, প্রভা, ফারহানা মিলি, জিতু আহসান, চাঁদনী, শাহাদাৎ হোসেন, শামীমা তুষ্টি, সমাপ্তি, শ্যামল মাওলাসহ একঝাঁত তারকারা।

পরিচালক অরন্য আনোয়ার জানালেন, পারিবারিক গল্প নিয়ে গড়ে উঠেছে দহনের গল্প। গ্রামের অসহায় দরিদ্র একটি পরিবারকে দেখা যাবে গল্পের কেন্দ্রভূমি হিসেবে। দরিদ্র পরিবারের মেয়েটি জীবন চলার পথে পদে পদে বিপন্নতার স্বীকার হয়। জীবন যুদ্ধে প্রতিনিয়ত বিপন্নতা কাটিয়ে এক সময় মেয়েটি জয়ী হয়। দরিদ্র এই মেয়েটির বিপন্নতা কাটিয়ে ওঠার গল্পই হল দনের মূল উপজীব্য।

এলএ/পিআর