ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

হিল্লোল নওশিনের ভালবাসার সাত রঙ

প্রকাশিত: ০৯:২০ এএম, ২২ মার্চ ২০১৫

ভালোবেসে ঘর বেঁধেছেন দুই জনপ্রিয় তারকা হিল্লোল ও নওশিন। দাম্পত্যের রঙিন আলোয় মেতে আছেন  তারা। তবে এবার তারা একসাথে অভিনয় করতে যাচ্ছেন ‘ভালোবাসার সাত রঙ’ নামের একটি ধারবাহিকে।

মোহাম্মদ কামরুল ইসলামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কামরুল হাসান সুজন।

এ নাটকে হিল্লোল-নওশীন ছাড়া আরো অভিনয় করেছেন আ.খ.ম. হাসান, আবুল হায়াত, খায়রুল আলম সবুজ, ফারুক আহমেদ, টুটুল চৌধুরী, উদয় খান, সোহেল খান, আব্দুর রাতিন, কাজী উজ্জ্বল ও অন্যান্যরা।

নাটকের গল্পে দেখা যাবে দুটি উচ্চ মধ্যবিত্ত পরিবারের বন্ধন, পরিবারের সদস্যদের স্বপ্ন, সাধ, দ্বন্দ-সংঘাত। দুই পরিবারের ছেলেমেয়ে আবীর (হিল্লোল ও রাইসার (নওশিন) বিয়ে  নিয়ে গল্পের জটিলতা। দর্শক নাটকটি উপভোগ করবেন বলেই বিশ্বাস পরিচালক কামরুল হাসান সুজনের।

নাটকটি মোহনা টেভিতে ১ লা এপ্রিল থেকে সপ্তাহের প্রতি শনি ও রবিবার রাত ৯.০৫ মিনিটে প্রচার হতে যাচ্ছে বলেও জানালেন পরিচালক।

এলএ/পিআর