কে বলে তাদের মধ্যে প্রেম নেই?
জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজান এবং অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা স্বামী-স্ত্রী! তাদের সুখের সংসার। হঠাৎ মাজনুন মিজান একদিন দুর্ঘটনার কবলে পড়ে পায়ে আঘাত পান। তারপর চলাচলে অক্ষম হয়ে পড়েন।
স্ত্রী ছন্দা তার চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হন। একটা সময় অক্ষম মিজান বুঝতে পারেন তার স্ত্রীর পুরাতন বন্ধু ওই ডাক্তার। এ নিয়ে তার মনে সন্দেহের ডালপালা গজায়। সংসারে গোলমালের সৃষ্টি হয়।
কিন্তু পরের গল্পটা একেবারেই অন্যরকম। বাকিটা জানতে হলে নাটকটি দেখতে বললেন এর নির্মাতা মাহাফুজার রহমান। ‘কে বলে প্রেম নেই’ শিরোনামের এই নাটকটি রচনা করেছেন ড. পিয়ার আহমেদ।
নাটকটি প্রসঙ্গে মাজনুন মিজান বলেন, ‘একেবারে ফ্যামিলি ড্রামা এটি। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো এবং শিক্ষণীয় গল্পের একটি নাটক। সবাইকে নাটকটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’
মাজনুন মিজান-ছন্দা ছাড়াও ‘কে বলে প্রেম নেই’ নাটকে আরো অভিনয় করেছেন আমিরুল ইসলাম চৌধুরী, সুজাত শিমুল, তন্ময় প্রমুখ।
এই নাটকটি প্রচারিত হবে আজ শনিবার (২১ জানুয়ারি) রাত আটটার বাংলা সংবাদের পর, বিটিভির পর্দায়।
এনই/এইচএন/পিআর