অতিথি শিল্পী চরিত্রে প্রসূন
টিভিপর্দার পাশাপাশি বেশ কিছুদিন ধরে চলচ্চিত্রেও পথ চলছেন প্রসূন আজাদ। তবে এখনও বড়পর্দায় নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। অবশ্য চলচ্চিত্রেই প্রতিষ্ঠা পাবেন এমন নিশানায় কাজ করে যাচ্ছেন নিয়মিত। যে কারণে টিভিপর্দার কাজ এখন কমিয়ে দিয়েছেন প্রসূন। সেই ধারাবাহিকতায় এবার নতুন একটি ছবিতে কাজ করছেন প্রসূন।
সম্প্রতি শুটিং শুরু হওয়া আশিকুর রহমানের পরিচালনায় ‘মুসাফির’ ছবিতে অতিথি শিল্পীর চরিত্রে দেখা যাবে তাকে। এ প্রসঙ্গে প্রসূন বলেন, চলচ্চিত্রে নিজেকে হয়তো সেভাবে মেলে ধরতে পারিনি। তবে চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। আশিক ভাইয়ের পরিচালনায় এ ছবিতে অভিনয় করছি অতিথি শিল্পীর চরিত্রে। ছবির গল্পটি বেশ সুন্দর। আমার কাছে বেশ ভাল লেগেছে।
তিনি বলেন, যদিও ছবিজুড়ে আমাকে দেখা যাবে না। তবু মনে হচ্ছে এ ছবিটি দর্শকের নজর কাড়বে। এটি ছাড়াও সম্প্রতি স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘ডাকিনী’র কাজ শেষ করেছেন প্রসূন।
এ প্রসঙ্গে তিনি বলেন, এতে আমি লতা চরিত্রে অভিনয় করেছি। কাহিনীতে আমাকে প্রেমিকের সঙ্গে একটি বাগানবাড়িতে থাকতে দেখা যাবে। আর সেখানেই ঘটতে থাকে নানা অস্বাভাবিক কর্মকাণ্ড।
এআরএস/আরআইপি
সর্বশেষ - বিনোদন
- ১ আতঙ্ক আর বেদনা নিয়ে ঢাকা ছাড়লেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর
- ২ চলছে রণবীর সিংয়ের রাজত্ব, ‘অ্যানিমেল’ টপকে সেরা দশে ‘ধুরন্ধর’
- ৩ ৪৬ বছর বয়সেই করুণ মৃত্যু, জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার
- ৪ যে কারণে ভেঙেছিল শুভর সঙ্গে প্রেম, অবশেষে মুখ খুললেন বিন্দু
- ৫ নিরাপত্তার কারণে কনসার্ট বাতিল হওয়ায় আর্থিক ক্ষতিতে ‘শিরোনামহীন’