ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সারপ্রাইজ নিয়ে আসছেন তিথি

প্রকাশিত: ০২:২৩ পিএম, ৩০ মার্চ ২০১৫

তেমন করে আলোচনায় না থাকলেও নীরবে নীরবে ক্যারিয়ারটাকে বেশ জমিয়ে তুলছেন ছোট পর্দার পরিচিত মুখ কবির তিথি। মিডিয়াতে তার যাত্রা নৃত্যশিল্পী হিসেবে। তারপর এই গ্ল্যামার গার্ল নাম লিখিয়েছেন মডেলিং, উপস্থাপনা ও নাটকের অভিনয়ে।

সাফল্যের ধারবাহিকতয়ি তিথি এবার যাত্রা শুরু করছেন রুপালি পর্দাতেও। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই চলচ্চিত্রাঙ্গণ মুখরিত করতে দেখা যাবে এই লাস্যময়ীকে।



নিজের চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে তিথি জাগোনিউজকে বলেন, ‘এখনও সব কিছু গোছগাছ হয়নি। তবে খুব শিগগির চলচ্চিত্রে কাজ শুরু করব। ছবির নাম ও অন্যান্য বিষয়গুলো আপাতত সারপ্রাইজ হয়েই রইলো।’

সেই ছোটবেলায় প্রাণের একটি বিজ্ঞাপনের মডেল হয়ে শোবিজে যাত্রা শুরু। তারপর সর্বশেষ চার বছর আগে মডেল হয়েছিলেন মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবির একটি বিজ্ঞাপনে। মাঝে দীর্ঘ বিরতি থাকলেও আবারও বিজ্ঞাপনে ফিরছেন তিনি। আখতার গ্রুপের সানা সাফিনার বিজ্ঞাপনে কাজ করতে যাচ্ছেন এই তরুণ তুর্কী।



অন্যদিকে তিথি অভিনীত প্রথম নাটক সালাউদ্দিন লাভলুর ‘রাসায়নিক প্রেম’। এনটিভিতে প্রচারিত ওই নাটকেই নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি। এর পর কাজ করেছেন রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে ‘ঘরে বাইরে, ‘ভালোবাসার গল্প’, ‘একবিন্দু’, ‘চতুর্থ কোণ’, ‘বাঁধন’, ‘স্বেচ্ছা’, ‘একদিন হঠাৎ দেখা’, ‘হেমন্তের শীত’, ‘রোববার’, ‘বৃষ্টির জন্য কাঁদছি’, ‘যোগাযোগ গোলযোগ’সহ প্রচুর নাটকে। এসব নাটকে তিথির প্রাণবন্ত উপস্থাপনা মুগ্ধ করেছে দর্শকদের।

বর্তমানে তিনি রুদ্র মাহফুজের রচনা ও সাখাওয়াত মানিকের পিরচালনা ধারাবাহিক নাটক ‘মেঘে ঢাকা শহর’ নিয়ে এ মুহূর্তে ব্যস্ত আছেন। এর বাইরে অনেকগুলো একক নাটকে কাজ করছেন। ঈদ উপলক্ষে দুটি নাটকে কাজ করেছেন। খুব শিগগির আরটিভিতে প্রচারিত হবে তাঁর অভিনীত নাটক ‘অনাকাঙ্ক্ষিত গল্প’।

আলাপছলে তিথি জানালেন, কলকাতার একটি বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে বিবিএ করেছেন। পাশপাশি নৃত্যের ওপর মাস্টার্স করেছেন শান্তিনিকেতনে।

দেখা যাক, বহুগুণে সিদ্ধ এই আবেদনময়ী অভিনেত্রী বড় পর্দায় নিজেকে কতদূর নিয়ে যেতে পারেন।

এলএ/আরআই