ক্রাইম রোডে নোভিয়ার রোমান্স
ক্রাইম রোড ছবিতে অভিনয় করছেন নবাগত চিত্রনায়িকা রুমাই নোভিয়া। কক্সবাজারে দুটি গানের দৃশ্যধারণের পর এবার ছবিটির শুটিং চলছে দিনাজপুর।
সেখানে বেশ খোশ মেজাজে দিন কাটছে নোভিয়ার! কারণ সেখানে ছবির নায়ক শরিফ চৌধুরীর সাথে চলছে নায়িকার মান অভিমান পালা। এদিকে নায়কের মান ভাঙ্গাতে খালি পায়ে রেললাইনের উপর দিয়ে দৌড়াতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছেন নায়িকা। তবে যাই হোক না কেন ভালোভাবে শুটিং এ অংশ নিতে পেরে তিনি দারুণ খুশি।
নায়িকা হবার স্বপ্ন নিয়ে ঢালিউডে পা রাখা নোভিয়ার ক্যারিয়ারের এটি প্রথম ছবি। যার মাধ্যমে দর্শক তাকে বড় পর্দায় নায়িকা হিসেবে দেখতে পাবেন। ছবিটিতে আরও আছেন আনিসুর রহমান মিলন, অমিত হাসান, সাদিয়া আফরিন, বিপাশা কবির, শাহরিয়াজ প্রমুখ।
এএ
সর্বশেষ - বিনোদন
- ১ আতঙ্ক আর বেদনা নিয়ে ঢাকা ছাড়লেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর
- ২ চলছে রণবীর সিংয়ের রাজত্ব, ‘অ্যানিমেল’ টপকে সেরা দশে ‘ধুরন্ধর’
- ৩ ৪৬ বছর বয়সেই করুণ মৃত্যু, জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার
- ৪ যে কারণে ভেঙেছিল শুভর সঙ্গে প্রেম, অবশেষে মুখ খুললেন বিন্দু
- ৫ নিরাপত্তার কারণে কনসার্ট বাতিল হওয়ায় আর্থিক ক্ষতিতে ‘শিরোনামহীন’