শিল্পীদের নির্বাচনে কে কত ভোটে জয়ী হলেন
নতুন কিছুর প্রত্যাশায় গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়ে গেল ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন শিল্পী সংঘের প্রথম নির্বাচন। সকাল ৯টা থেকে ভোট চলেছে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত।
দীর্ঘ অপেক্ষার পর জানা গেল নির্বাচনের বিজয়ীদের নাম। সেইসঙ্গে প্রকাশ করা হয়েছে কে কত ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সেটিও। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এস এম মহসীন। তার সহযোগী হিসেবে ছিলেন কেরামত মওলা ও হাফিজুর রহমান সুরুজ।
কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে ২১ আসনের জন্য লড়াই করেছেন ৪৯ অভিনয়শিল্পী। সংঘের মোট সদস্য সংখ্যা ৬৬৮। এর মধ্যে ভোট পড়েছে ৬০৮টি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে সবচেয়ে কম ভোট পেয়েছেন নবনির্বাচিত সভাপতি শহীদুল আলম সাচ্চু। তিনি পেয়েছেন ২২০ ভোট। আর সর্বোচ্চ ভোট পেয়েছেন অভিনেতা ইন্তেখাব দিনার। তিনি কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে ৪৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
এছাড়া সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম ৩৫১ ভোট, সহ-সভাপতি পদে আজাদ আবুল কালাম ৪৩১, জাহিদ হোসেন শোভন ২৭৯ ও তানভীন সুইটি ২৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে আনিসুর রহমান মিলন ৩৪০ ভোট ও রওনক হাসান ৩৩৮ ভোট পেয়ে জয়ী নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে লুৎফর রহমান জর্জ ৪৪৪ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ঊর্মিলা শ্রাবন্তী কর ৩৭৮ ভোট, দফতর সম্পাদক পদে শামস সুমন ৪০৩ ভোট, অনুষ্ঠান সম্পাদক পদে বন্যা মির্জা ২৮৯ ভোট, আইন ও কল্যাণ সম্পাদক পদে শামীমা ইসলাম তুষ্টি ৩৪৫ এবং তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে ওমর আয়াজ অনি ৩৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া অর্থ সম্পাদক পদে তানিয়া আহমেদ বিনা ভোটে নির্বাচিত।
অন্যদিকে সাতজন কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়েছেন আহসানুল হক মিনু ৩৯৮, ইন্তেখাব দিনার ৪৮৫, জাকিয়া বারী মম ৩৫৬, নিকুল কুমার মণ্ডল ২৬৪, মুকুল সিরাজ- সনি রহমান (সমান সংখ্যক ভোট) ২৫৯, সেলিম মাহবুব ৪৩৩ এবং সুজাত শিমুল ৩৫৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
এলএ