ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আইটেম গানে আঁচল (ভিডিও)

প্রকাশিত: ০২:৪৪ এএম, ০২ এপ্রিল ২০১৫

ঢালিউডের চারদিকে কেবলই নতুন মুখ। এর মধ্যে চিত্রনায়িকা আঁচল ‘কিস্তিমাত’ ছবির মধ্য দিয়ে নজর কেড়েছেন ঢালিউডে। নিয়মিতই চলচ্চিত্র নিয়ে ব্যস্ততা চলছে আঁচলের।

প্রথমবারের মতো আইটেম গানে অংশ নিয়েছেন সময়ে আলোচিত নায়িকা আঁচল। ‘গুণ্ডা দ্য টেরোরিস্ট’ ছবিতে একটি আইটেম গানে দেখা যাবে তাকে।

আঁচল বলেন, ‘গল্পের প্রয়োজনেই সেই ছবিতে অভিনয় ও আইটেম গানে নেচেছি। এটিই আমার প্রথম আইটেম গান।’

মুক্তির অপেক্ষায় আছে আঁচল-বাপ্পি অভিনীত চলচ্চিত্র ‘আজব প্রেম’। আগামী মাসের শুরুতে চলচ্চিত্রটি মুক্তি পাবে।



এএ