ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

রুপালি পর্দায় ফিরছেন সুস্মিতা সেন

প্রকাশিত: ০৪:০৮ এএম, ০৮ এপ্রিল ২০১৫

দীর্ঘ চার বছর পর ভারতীয় বাংলা ছবি `নির্বাক`-এর মাধ্যমে রুপালি পর্দায় ফিরছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। আগামী ১ মে ছবিটি মুক্তি পাবে।

মিডডের খবরে জানা গেছে, `নির্বাক` ছবিতে চারটি ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে। তাছাড়া ভালোবাসা, লালসা, অনুরাগ, ঈর্ষা, বিরহ ও বিচ্ছেদ নিয়েই এর কাহিনী সাজানো হয়েছে। এর প্রধান নারী চরিত্রে সুস্মিতাকে দেখা যাবে। এ ছবিতে আরও অভিনয় করেছেন অঞ্জন দত্ত, যীশু সেনগুপ্ত ও ঋত্বিক চক্রবর্তী।

এ প্রসঙ্গে ৩৯ বছর বয়সী সুস্মিতা বলেন, `নির্বাকের গল্প অসাধারণ। এ ধরনের ছবিতে আমি আগে কখনো অভিনয় করিনি। আশা করছি, আমার প্রত্যাবর্তনটা দর্শক ভালোভাবে গ্রহণ করবেন।

সূত্রটি আরও জানিয়েছে, সর্বশেষ ২০১০ সালে সুস্মিতা সেন `নো প্রবলেম` ছবিতে অভিনয় করেন। এরপর তাকে বিজ্ঞাপনচিত্রে দেখা গেলেও কোনো ছবিতে অভিনয় করেননি। তবে বর্তমানে সুস্মিতা সেনের হাতে দুটি ছবি রয়েছে।

এআরএস/বিএ/এমএস