কাপড় খুলতে সমস্যা নেই (ভিডিও)
হলিউডি নতুন ছবি ‘হোয়াইট বার্ড ইন আ ব্লিজার্ড’র নায়িকা শাইলিন উডলি। এই ছবিতে ক্যামেরার সামনে নগ্ন হতে হয়ে এরইমধ্যে আলোচনায় এসেছেন। সম্প্রতি চমক দেখিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে প্রথম হাজিরাতেই। নিজের বুদ্ধিদীপ্ত উত্তরে সামাল দিলেন সাংবাদিকদের। বুঝালেন সাবলীল তিনি।
সাংবাদিকরা প্রশ্ন করছিলেন ছবিতে খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে। কোনোরকম ভান ভনিতা ছাড়াই স্পষ্ট জবাব দিলেন, ছবির প্রয়োজনে কাপড় খোলতে কোনো আপত্তি ছিলো না তার।
বললেন, ‘ছবিটির নগ্ন দৃশ্যে অভিনয় করতে দারুণ লেগেছে। আমাদের শরীরে কোনও মেকআপ ছিল না। আর তার দরকারই বা কি? আমার বয়স তো মাত্র ২২ বছর। শরীরের গঠনও নিখুঁত। তাই নিয়ে অযথা জড়সড় হওয়া মূর্খামি। আমার বাবা-মা পরে ওই দৃশ্য দেখে প্রশংসাই করেছেন।’
এলএ/আরআই