ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

চলচ্চিত্রে কাজ করতে চান প্রসূন

প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ০৯ এপ্রিল ২০১৫

কথা ছিলো ২৭ মার্চ মুক্তি পাবে লাক্স সুন্দরী প্রসূন আজাদ অভিনীত চলচ্চিত্র ‘অচেনা হৃদয়’। গত বছরের ২ অক্টোবর ছবিটি আনকাট সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করে।

কিন্তু রাজনৈতিক অস্থিরতা আর সদ্য শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপের জন্য পিছিয়ে যায় এর তারিখ। অবশেষে আশা করা যাচ্ছে চলতি মাসের ১৭ তারিখ ছবিটি মুক্তি পেতে পারে।

এস আই খান পরিচালিত এই ছবিতে প্রসূনের বিপরীতে অভিনয় করেছেন চিত্র নায়ক ইমন। ছবিটি প্রসঙ্গে প্রসূন জাগোনিউজকে বলেন, ‘যদিও আমার কাজ করা ‘সর্বনাশা ইয়াবা’ নামে একটি ছবি মুক্তি পেয়েছে কয়েক মাস আগেই। কিন্তু আমার অভিনয় করা প্রথম চলচ্চিত্র হলো ‘অচেনা হৃদয়’। বেশ কিছু কারণে এটি সময়মতো রিলিজ হয়নি। এখন পর্যন্তু শুনছি ১৭ এপ্রিল অথবা মে মাসে এটি মুক্তি পাবে। ছবিটিতে কাজ করে খুব আনন্দ পেয়েছিলাম। এই ছবিটি নিয়ে আমার অনেক প্রত্যাশা।’

অচেনা হৃদয় ছবিতে নিজের চরিত্র নিয়ে প্রসূন বলেন, ‘ঠিক যেমন চরিত্রে বারবার কাজ করার স্বপ্ন দেখি তেমনি চরিত্র এ ছবির রূপা। এখানে একটি মেয়ের জীবনকে দারুণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তার জীবনবোধ, পড়াশোনার সময়কাল,পরিবার-প্রেম সব কিছু। এক পর্যায়ে মেয়েটির স্মৃতি নষ্ট হয়ে যাওয়া। তারপরের জীবন যাপন-সবকিছুই মন ছুঁয়ে যাওয়ার, মতো। আমার বিশ্বাস অচেনা হৃদয় ভালো লাগবে দর্শকদের।’

প্রসূন জানালেন ফিল্ম লাইফ ফ্যাক্টরি প্রযোজিত ছবিটিতে তিনি ও ইমন ছাড়াও অভিনয় করেছেন এ বি এম সুমন, শর্মিলী আহমেদ, সুব্রত, রেহানা জলি, টাইগার রবি প্রমুখ।

পরিচালনা সূত্রে জানা গেছে, ছবিতে মোট ৭ টি গান রয়েছে। এগুলোর সঙ্গীত পরিচালনা করেছেন বেলাল খান ও পিন্টু ঘোষ। গীত রচনা করেছেন ওয়াহিদ বাবু ও পিন্টু ঘোষ। কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কোনাল, নউমি, সুকন্যা, শামিম ও ইভা।

নতুন কী চলচ্চিত্রে কাজ করছেন জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ ছবিতে অতিথি চরিত্রে কাজ করবেন তিনি। এতে প্রসূনকে অল্প সময়ের জন্য নেতিবাচক একটি চরিত্রে রূপদান করতে দেখা যাবে। এছাড়াও নায়ক সম্রাটের সাথে ‘মায়া’ নামের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই ছবিতে তাকে চ্যালেঞ্জিং চরিত্রে দেখবেন দর্শকেরা।

প্রসূন বলেন, ‘মায়া ছবির জন্য নিজেকে প্রস্তুত করছি আমি। শিখছি নাচ, ফাইটিং। আশা করছি এই ছবিটি দিয়ে চলচ্চিত্রের ভুবনে ভিন্ন আঙ্গিকে যাত্রা শুরু হবে আমার।’

এর বাইরে কাজ করেছেন সম্প্রতি ১৫ মিনিটের একটি শর্টফিল্মে। এটি পরিচালনা করেছেন সালেকীন বিন মীরাকত গালিব।

সেইসাথে সর্বশেষ কাজ করলেন একটি ধারবাহিক নাটকে। রহমতউল্লাহ তুহিনের পরিচালনায় এ নাটকের নাম ‘যখন কখনও’। এটি খুব শিঘগির স্যাটেলাইট চ্যানেলে প্রচার শুরু হবে।

পাশাপাশি আগামী ঈদ উপলক্ষে কিছু খন্ড নাটকের কাজ নিয়ে শীঘ্রই ব্যস্ত হয়ে উঠবেন বলে জানালেন প্রসূন।

নাটক নাকি চলচ্চিত্র- কোন মাধ্যমটিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? এমন প্রশ্নের জবাবে এই তরুণ তুর্কী জানালেন, কোনো মাধ্যম বলে নয়, একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা চান তিনি। তবে বড় পর্দার আবেদন বেশি। তাই চলচ্চিত্রে কাজ করতে চান। অভিনয় দিয়ে নিজেকে প্রমাণের সুযোগ পেলে যে কোনো ঘরানার সিনেমাতেই কাজ করার ইচ্ছে রাখেন।

প্রসূনের জন্য শুভকামনা।

এলএ/আরআই