পানিওয়ালা ড্যান্সে ঝড় তুললেন সানি (ভিডিও)
দেবাঙ ঢোলাকিয়া পরিচালিত ‘কুছ কুছ লোচা হ্যায়’ নামে নতুন সিনেমায় জলকেলিতে মেতেছেন বলিউডের এ সময়ের সর্বাধিক জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন। ‘পানিওয়ালা ড্যান্স’ নামের এই গানটির জন্য পুরো জলে ভিজে নাচলেন এ আবেদনময়ী নায়িকা।
‘পানিওয়ালা ড্যান্স’ হলো ‘কুছ কুছ লোচা হ্যায়’ এর প্রথম প্রকাশিত গান। মাত্র চার দিনে ইউটিউবের এই গানটি এক লক্ষ বিশ হাজার বারেরও বেশি দেখা হয়ে গেছে।
৩৩ বছর বয়সী অভিনেত্রী সানি লিওনের সঙ্গে গানটিতে কয়েকজন বিদেশি আবেদনময়ীসহ সহশিল্পী হিসেবে অভিনয় করছেন রাম কাপুর। গোয়ার সানসেট আশ্রমে শুটিং করা হয় এই গানটির।
‘কুছ কুছ লোচা হ্যায়’ সিনেমায় আরও অভিনয় করছেন ইভলিন শর্মা, নবদ্বীপ ছাবরা। সিনেমাটি আগামী ৮ মে মুক্তি পাবে।
আরএস