পহেলা বৈশাখে একাত্তরের ক্ষুদিরামের প্রদর্শনী
মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে নির্মিত সরকারি অনুদানের পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ-কিশোর চলচ্চিত্র চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’। ছবিটির রচনা ও পরিচালনা করেছেন নাট্যকার মান্না হীরা। গেল ৭ডিসেম্বর সেন্সরের আনকাট ছাড়পত্র পায় ছবিটি।
পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল, মঙ্গলবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ছবিটির তিনটি প্রদর্শনী হবে। প্রথম প্রদর্শনী দুপর ১২টায়, দ্বিতীয় প্রদর্শনী বিকাল সাড়ে ৫টায় এবং তৃতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে রাত সাড়ে ৭টায়।
মান্নান হীরা জানালেন, প্রদর্শনী শুরুর আগে জাতীয় চিত্রশালা মিলনায়তনে যোগাযোগ করে টিকিট পাওয়া যাবে। প্রতিটি টিকিটের মূল্য ১০০ টাকা।
একাত্তরের ক্ষুদিরাম চলচ্চিত্রে অভিনয় করছেন, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, ড. ইনামুল হক, মোমেনা চৌধুরী, মুনসি মজনু, চঞ্চল, চিত্র ছবি, ফিরোজ আল মামুন, সাজ্জাদ সাজু প্রমুখ।
এছাড়াও শিশু শিল্পীদের মধ্যে আছে, স্বচ্ছ, রুদ্র, শাকিল, অন্তরা, মধুমনি, মুন্না, জুয়েল মিজি প্রমুখ।
ছবির চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান, শিল্প নির্দেশক উত্তম গুহ, সহযোগী নির্দেশক এম এ আউয়াল, প্রধান সহকারী পরিচালক মো. শফিউল্লাহ সোহাগ, সংগীতে সূজয় শ্যাম।
একাত্তরের ক্ষুদিরাম নির্মাণ প্রসঙ্গে মান্নান হীরা বলেন, ‘মঞ্চে টিভিতে আমার বহু নাটক নিয়ে কাজ হয়েছে। কিন্তু আমার দীর্ঘ দিনের একটা স্বপ্ন ছিল মুক্তিযুদ্ধের উপর পূর্ণদৈর্ঘ ছবি বানাবো। আমার সেই স্বপ্ন পূরণ হল। সরকার একটি চলচ্চিত্র নির্মাণে যে পরিমাণ অনুদান দেয় তাতে পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র নির্মাণ সম্ভব নয়। তবু সাধ্য মত চেষ্ট করেছি।’
তিনি আরো বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধে যে নানা ধরণের নানা বয়সের মানুষ অংশগ্রহণ ছিল তারই প্রতিফলন দেখা যাবে চলচ্চিত্রটিতে। এই চলচ্চিত্রে গল্পের মধ্যে নাটক আবার নাটকের মধ্যে গল্প। এখানে দর্শক ১৯৭১ সালের মুক্তি যুদ্ধে ভারত বর্ষের ক্ষুদিরামকে খুঁজে পাবে।’
পহেলা বৈশাখে চলচ্চিত্রটির প্রদর্শনী উপলক্ষে এই নাট্য ব্যক্তিত্ব বলেন, ‘ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে বিভিন্নজায়গায় প্রদর্শনী করছি। সবখানে দর্শকদের ভাল সাড়া পাচ্ছি। বৈশাখ আমাদের প্রাণের উৎসব। হাজার হাজার মানুষ এই দিনটিকে উদযাপন করতে আসেন রমনা-শাহবাগ এলাকায়। দর্শকদের ছবিটি দেখার সুযোগ করে দিতেই এই প্রদর্শনী তিনটির আয়োজন করেছি।’
প্রসঙ্গত, নাট্যকার মান্নান হীরা এর আগে ‘গরম ভাতের গল্প’ ও ‘একাত্তরের রংপেন্সিল’ নামে দুইটি স্বল্পদৈর্ঘ শিশুতোষ চলচ্চিত্র নিমাণ করেছেন।
এলএ/পিআর