এবার ডাক্তারকে চড় মারলেন মিকা সিং (ভিডিও)
বিতর্কে জড়ানো স্বভাব ভারতের রাষ্ট্রীয় পুরস্কার পদ্মশ্রী জয়ী গায়ক মিকা সিংয়ের। এবার একটি অনুষ্ঠান চলাকালে এক চিকিৎসককে চড় মেরে নতুন করে বিতর্কে জড়ালেন তিনি। এই চড় মেরে পড়েছেন বিপাকেও।
ইউটিউবে আপলোড করা একটি ভিডিও-তে দিল্লিতে গত শনিবার অনুষ্ঠান চলাকালীনই ওই চিকিৎসককে চড় মারতে দেখা গিয়েছে মিকাকে।
দিল্লির অপথ্যালমোলজিক্যাল সোসাইটির তিনদিনের সম্মেলন উপলক্ষ্যে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জুম্মে কি রাত, তু মেরি হিরো-র মতো গানের সুরে শ্রোতাদের মন ভরিয়ে দিচ্ছিলেন মিকা। এরই মাঝে ঘটে বিপত্তি!
৩০ সেকেন্ডের ওই ভিডিওতে মঞ্চে মিকার সঙ্গে এক চিকিৎসককে দেখা যাচ্ছে। ওই চিকিৎসক আপত্তিকর অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ মিকার। এরপরই মেজাজ হারিয়ে মিকা ওই চিকিৎসককে চড় মেরে নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেন। এরপর ক্ষিপ্ত হয়ে ওঠেই ওই চিকিৎসকও। তিনি মিকার সব পোস্টার ছিঁড়তে শুরু করেন। এরপর পুলিশ মিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিলে তিনি শান্ত হন।
অনুষ্ঠানের আয়োজক ড. রাজেশ সিংহের অভিযোগ, মিকা তাঁর বাউন্সারদের ওই চিকিৎসককে মঞ্চে তুলে নিয়ে আসতে বলেন এবং মারতে শুরু করেন।
এই ঘটনায় বলিউডের এ গায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
এলএ/পিআর
সর্বশেষ - বিনোদন
- ১ আতঙ্ক আর বেদনা নিয়ে ঢাকা ছাড়লেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর
- ২ চলছে রণবীর সিংয়ের রাজত্ব, ‘অ্যানিমেল’ টপকে সেরা দশে ‘ধুরন্ধর’
- ৩ ৪৬ বছর বয়সেই করুণ মৃত্যু, জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার
- ৪ যে কারণে ভেঙেছিল শুভর সঙ্গে প্রেম, অবশেষে মুখ খুললেন বিন্দু
- ৫ নিরাপত্তার কারণে কনসার্ট বাতিল হওয়ায় আর্থিক ক্ষতিতে ‘শিরোনামহীন’