ভক্তদের সেলফি বিড়ম্বনায় কনকচাঁপা
ভক্ত-শ্রোতাদের সেলফি তোলা নিয়ে রীতিমতো বিড়ম্বনায় রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। এ প্রসঙ্গে তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, `ভক্তরা ছবি তুললে আমি কখনো বিরক্ত হই না। সব সময় স্বাচ্ছন্দ্যেই ভক্তদের সঙ্গে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিই। কিন্তু কি এক সেলফির যুগ এলো, কোনোরকম অনুমতি ছাড়াই ভক্তরা চট করে দাঁড়িয়ে সেলফি তুলে ফেলেন। বিষয়টি নিয়ে আমি খুবই বিড়ম্বনার মধ্যে রয়েছি।`
এ প্রসঙ্গে কনকচাঁপা বলেন, `হঠাৎ করে সেলফি তোলার বিষয়টি নিজের কাছেও খুবই বিরক্ত লাগে। তাছাড়া মোবাইলে ভালো ছবি তোলা যায় না। কিন্তু এখন দেখছি সবাই-ই মোবাইলে ছবি তুলছে। বিশেষ করে অনুমতি ছাড়াই ভক্তরা তারকাদের সামনে দাঁড়িয়ে সেলফি তুলে ফেলছে। তাদের কিছু বলাও যাচ্ছে না।
এদিকে নতুন এককের কাজ ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন কনকচাঁপা। স্বামী মঈনুল ইসলাম খানের সুর-সঙ্গীতে তার এবারের অ্যালবামটি তৈরি হচ্ছে।
ইতিমধ্যেই এ অ্যালবামের বেশ কটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে কনকচাঁপা বলেন, `স্বামীর সুর-সঙ্গীতে এ পর্যন্ত অসংখ্য গান গেয়েছি। প্রায় সব গানই শ্রোতামহলে প্রশংসিত হয়েছে। সে ভাবনা থেকেই নতুন এ অ্যালবামটি তৈরি করছি। কিছুটা সময় নিয়ে কাজটি করছি। মিশ্র ভাবনার গান দিয়ে অ্যালবামটি সাজানো হচ্ছে। এতে ৮-১০টি গান থাকবে। আশা করছি, গানগুলো শ্রোতাদের ভালোলাগবে।`
জানা গেছে, কনকচাঁপার নতুন এ অ্যালবামে একটি দেশের গানও রাখা হচ্ছে। আগামী ঈদে কোনো একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অ্যালবামটি প্রকাশিত হবে।
এআরএস/এমএস