ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

উল্টে গেছে সোনাক্ষীর পৃথিবী!

প্রকাশিত: ০৭:১৯ এএম, ১৮ এপ্রিল ২০১৫

উল্টে গেছে সোনাক্ষীর পৃথিবী!  সম্প্রতি বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ছবি কিন্তু এমনটাই মনে করতে বাধ্য করবে আপনাকে।

অ্যাকশনধর্মী সিনেমা আকিরাতে অভিনয়ের জন্য প্রস্তুতি নিতে গিয়ে এই অভিনেত্রী এখন শারীরিক ফিটনেসের দিক থেকে ক্যারিয়ারের সবচেয়ে সেরা অবতারে হাজির হয়েছেন। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিটিতেও তেমনই দেখা গেল। ছবিতে তাকে অসাধারণ স্লিম দেখা গেছে। সেখানে তাকে হাতের উপর ভর দিয়ে দু পা উপরে তুলে কসরত করতে দেখা যাচ্ছে।


মজা করার জন্য সোনাক্ষী ছবিটির নিচে একটি ক্যাপশন জুড়ে দিয়েছেন। সেখানে লেখা ‘আমি নই বরং পৃথীবিটাই উল্টে আছে!! আর হাতের কবজিগুলো ঠিক হওয়ার জন্য অপেক্ষা করছি, যেন পুনরায় আমি এই একই কাজ করতে পারি!!’

একটি স্ট্যান্টের মহড়া দিতে গিয়ে সোনাক্ষী সম্প্রতি তার কবজিতে আঘাত পেয়েছেন। আসন্ন সিনেমা ‘আকিরা’তে এই বলিউড ড্রিম গার্লকে সম্পূর্ণ ভিন্ন এক অবতারে দেখতে পাবেন দর্শকরা।

এইচএন/আরআইপি