ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সালমানের নতুন প্রেমিকা এলি

প্রকাশিত: ০৬:১০ এএম, ১৯ এপ্রিল ২০১৫

লাভারবয় হিসেবে বেশ খ্যাত সালমান খান। প্রেমিক হিসেবে জুড়ি নেই তার। আবারও প্রেমে পড়েছেন এই বলিউড তারকা। তার নতুন প্রেমিকা হিসেবে নাম লিখিয়েছেন সুইডিশ অভিনেত্রী এলি আবরাম। মহারাষ্ট্রের পানভেল শহরে সালমানের বাড়িতে মাত্র কয়েকদিন আগে আচমকা মধ্যরাতে হাজির হয়েছিলেন এলি। স্বভাবতই এ খবরে বলিউডপাড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এর রেশ কাটতে না কাটতেই আবারও মধ্যরাতে বান্দ্রার একটি ফার্ম হাউসে এ জুটিকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে।

মহারাষ্ট্রের পানভেল শহরে সালমানের ফার্ম হাউস আছে। তার পাশেই এলির থাকার ব্যবস্থা করেছিলেন সালমান। প্রায় পাঁচ মাস সেখানে ছিলেন এলি। ওই সময় এলি প্রায়ই রাতে সালমানের বাড়িতে যেতেন আর তাকে দেখিয়ে শরীর চর্চা শেখাতেন সালমান। তবে সালমানের শুটিংয়ের জন্য পানভেল থেকে মুম্বাইয়ে ফিরেছেন। তাই এলিকেও সঙ্গে করে মুম্বাই ফিরিয়ে এনেছেন সালমান।

সম্প্রতি বাড়ির বারান্দায় এ জুটিকে জড়িয়ে ধরে দাঁড়াতে দেখা গেছে। এতেই সালমান-এলির প্রেম নিয়ে খবর চাউর হয়েছে। তবে সেগুলোকে পুরোপুরি মিথ্যা বলেই দাবি করেছেন ২৪ বছর বয়সী এলি।

এ প্রসঙ্গে এলি বলেন, আমি সালমান খানকে শ্রদ্ধা করি। আমার ক্যারিয়ারে তার দিক-নির্দেশনা পেয়ে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করছি। তার উপদেশ আমার কাছে অমূল্য।

`মিকি ভাইরাস` ছবির মাধ্যমে ২০১৩ সালে বলিউডে যাত্রা শুরু করেন সুইডিশ অভিনেত্রী এলি আবরাম। তবে `বিগবস-৭` রিয়েলিটি শোর প্রতিযোগী হিসেবেই তিনি বেশি পরিচিতি পান। বিশেষ করে অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খানের সঙ্গে এলির সখ্য সবার নজর কাড়ে। ওই সময়ই তাদের প্রেমের গুঞ্জন ওঠে।

সর্বশেষ ২০১০ সালে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে ছয় বছরের সম্পর্কের ইতি টানেন। বর্তমানে এলি আবরাম `কিস কিসকো পেয়ার কারু` এবং `হাউসফুল থ্রি` ছবির শুটিং করছেন।

বিএ/এমএস