ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নেপালকে সাহায্য করতে কোনো অপেক্ষা নয়

প্রকাশিত: ০৮:৪৩ এএম, ৩০ এপ্রিল ২০১৫

ভয়ঙ্কর ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের পাশে দাঁড়িয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি লিঙ্কটি শেয়ার করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সেখানে তিনি বলেছিলেন, তার আগামী সিনেমা গব্বর ইজ ব্যাক’এর প্রথম দিনের আয় ভূমিকম্প-দুর্গতদের দান করবেন।

কিন্তু অক্ষয় নিজে তা গুজব বলে খারিজ করে দিয়েছেন। ৪৭ বছরের অভিনেতা বলেছেন, বিধ্বস্ত নেপালকে সাহায্য করার জন্য সিনেমার মুক্তি পর্যন্ত অপেক্ষা করার কোনও প্রয়োজন নেই। আর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার হক তো তাঁর নেই। সিদ্ধান্ত গব্বর ইজ ব্যাক-এর প্রযোজকই নিতে পারেন।

একইসঙ্গে টুইটারে তিনি জানিয়েছেন, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য কোনও সিনেমার মুক্তি পর্যন্ত অপেক্ষা করারও কোনও প্রয়োজন নেই। এটা মানবিক বিষয়, বিজনেসের কৌশল নয়।

উল্লেখ্য, অক্ষয়ের বেবি সিনেমার শ্যুটিং হয়েছিল নেপালে।

এলএ/আরআইপি