ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শৈশবেও নায়ক ছিলেন শাহরুখ

প্রকাশিত: ০১:০৬ পিএম, ০৩ মে ২০১৫

প্রায়ই নিজের পুত্রের চেহারার সাথে নিজের শৈশবের চেহারার মিল খোঁজার চেষ্টা করেন শাহরুখ খান। সুযোগ পেলেই বলিউড কিং বলে বেড়ান, কনিষ্ঠ পুত্র আব্রামের সাথে নিজের শৈশবের মিল খুঁজে পান।

কিন্তু শাহরুখের এই কথাকে উড়িয়ে দিয়ে তার বোন শেহনাজ বললেন, ‘শাহরুখ ছোট বেলায় আরো হ্যান্ডসাম ছিলেন।’ হ্যাঁ, এমনটিই জানালেন টুইটারে শাহরুখ খান।

তিনি বলেন, ‘বোনরা আসলে খুব মিষ্টি হয়। আমি ভেবেছিলাম সে বলবে আমি হয়তো আব্রামের মতোই ছিলাম। কিন্তু সে আমাকে আরো হ্যান্ডসাম বানিয়ে দিলো। সে বলছে আমি আব্রামের চেয়েও স্মার্ট আর হ্যান্ডসাম ছিলাম শৈশবে।’ শাহরুখের আরিয়ান ও সুহানা নামে আরো দুটি সন্তান রয়েছে।

এলএ/আরআই

বিজ্ঞাপন