ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

গোপন ভিডিও নিয়ে মাহির চ্যালেঞ্জ

প্রকাশিত: ০৭:৩১ এএম, ১৩ মে ২০১৫

ইউটিউবে জনপ্রিয় নায়িকা মাহির গোপন ভিডিও প্রকাশ হয়েছে বলে গুঞ্জন উড়ে বেড়াচ্ছে ঢাকাই চলচ্চিত্রের আঙিনায়। মাহিয়া মাহির স্ক্যান্ডাল নামে ওই ভিডিওটি চলতি সপ্তাহের শুরুতে আপলোড করা হয়। পরে সেটি কয়েক ঘণ্টা পর আবার সরিয়েও ফেলা হয়।

গত কয়েকদিন ধরে এই বিষয়টি চলচ্চিত্র অঙ্গনের মানুষের কাছে টপ অব দ্য টপিকস। কেউ বলছেন মাহির মতো পেশাদার অভিনেত্রীর কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না। নিজের প্রতি এবং ক্যারিয়ারের প্রতি তার আরও সচেতন হওয়া উচিত ছিলো। তারা অকালে মাহির ক্যারিয়ার নষ্ট হবে বলে আশঙ্কা করছেন।

আবার কেউ কেউ মনে করছেন এমন ধরণের অবিবেচক কাজ ক্যারিয়ারের এই ভরা যৌবনে করতেই পারেন না মাহি। তাকে ইচ্ছে করেই ফাঁসানো হয়েছে। মাহির মতো দেখতে অন্য কারো ভিডিও আপলোড করে বাজারে মাহির দুর্নাম ছড়ানোই এ ষড়যন্ত্রের উদ্দেশ্য। অতীতেও শীর্ষে থাকা নায়িকাদের নিয়ে এমন ষড়যন্ত্র হয়েছে, ভবিষ্যতেও হবে।

যে যাই বলুক, সবাই অপেক্ষায় ছিলেন ভিডিওটি নিয়ে সয়ং মাহির কী বক্তব্য। গত দুই দিনে মাহিয়া মাহি বেশ কিছু সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। সেখানে ভিডিওটির সাথে কোনো রকম সংশ্লিষ্টতা নেই জানিয়ে মাহি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‌‘এই ভিডিওটি আমার প্রমাণ করতে পারলে নিজেই আমি আমার ভেরিফায়েড ফেসবুক পেজে এটি শেয়ার দেব।’

এ বিষয়ে মাহিয়া মাহি আরো বলেন, ‘ইউটিউবে অনেক কিছুই আপলোড করা হতে পারে। এরমধ্যে একটি বিশ্বাসযোগ্যতার বিষয় রয়েছে। তারকাদের স্ক্যান্ডাল শুনলে বরাবরই সবার আগ্রহ বেশি থাকে। যে বা যারা এই ভিডিও আমার নামে প্রকাশ করেছেন তারাও এটা বুঝেন। আমাকে হেয় করতেই এ ধরণের নোংরা প্রচেষ্টা চালানো হয়েছে। তবে যেহেতু ভিডিওটি আমার না তাই এ বিষয়টিকে আমার কাছে কোন ধরনের ফ্যাক্ট মনে হয় না। এটি নিয়ে আমি খবুই বিরক্ত।’

তিনি চ্যালেঞ্জ করে বলেন, ‘আমি ভিডিওটি দেখেছি তাই আমার কোন মাথাব্যথা নেই। কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে আমি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে ভিডিওটি শেয়ার দিব।’

সম্প্রতি মুক্তি পেয়েছে মাহিয়া মাহির নতুন ছবি ‘ওয়ার্নিং’। আরিফিন শুভ’র বিপরীতে এই ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করছে। পাশাপাশি কয়েকদিন আগেই শেষ করলেন ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘অগ্নি-২’ ছবির শুটিং। বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন খোশ মেজাজে। কিন্তু এরই মধ্যে নেতিবাচক ধরনের খবরের শিরোনাম হয়ে বেশ বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন ঢালিউডের এই হার্টথ্রুব নায়িকা।

মাহি জানালেন হাতে বেশ কিছু ছবির প্রস্তাব আছে। তবে তিনি কাজ করবেন বেছে বেছে। বছরে ১০-১২টি যা তা ছবি না করে মানসম্পন্ন গল্প ও চরিত্রে ২-৩টি কাজ করেই সন্তুষ্ট থাকতে চান। মে মাসের প্রথম সপ্তাহের দিকে শুরু করবেন ‘পুলিশগিরি’ নামের নতুন ছবির শুটিং।

এলএ