ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

প্রেমিকের সঙ্গে জন্মদিন কাটালেন সোনম

প্রকাশিত: ০৩:০০ এএম, ১২ জুন ২০১৭

৩২-এ পা দেওয়া বলিউডের অন্যতম আবেদনময়ী সোনম কাপুর এবারের জন্মদিন উপলক্ষে দিল্লিতে প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন। তাদের একান্ত ও আনন্দঘন মুহূর্তের ছবি যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোনমের নিজের প্রকাশ করা ছবিতে দেখা গেছে দিল্লির লা মেরিডিয়ানের আই-ক্যান্ডিতে বেশ ঘনিষ্ঠ ও উৎফুল্ল অনিল কাপুর কন্যা সোনম ও তার প্রেমিক দিল্লির ব্যবসায়ী আনন্দ।

ইনস্ট্রাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা গেছে, জন্মদিনের আনন্দ ভাগে সোনমের সঙ্গে শুধু প্রেমিকই ছিলেন না, আরও ছিলেন তাদের কাছের ক’জন বন্ধুও। দিনটিকে মাতিয়ে তোলেন তারাই।

sonam

জন্মদিনের আনন্দকে আরও রঙিন করে তুলতে দিল্লির বসন্ত কুঞ্জ থেকে শপিং করেছেন সোনম। সঙ্গে ছিলেন তার বোন রিয়া কাপুর। ওই শপিংয়ের একটি ভিডিওচিত্র পোস্ট করেছেন তিনি।

২০০৭ সালে রনবীর কাপুরের সঙ্গে ‘সাওয়ারিয়া’ দিয়ে বলিউডে পথচলা শুরু হয় অনিল কাপুর-সুনিতা কাপুর দম্পতির বড় মেয়ে সোনমের। ২০০৯ সালে ‘দিল্লি-৬’ দিয়ে আলোচনায় আসেন সোনম।

এসআর/পিআর

আরও পড়ুন