ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

এবার কর ফাঁকির অভিযোগে সালমান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৯:০৮ এএম, ১৮ মে ২০১৫

চলতি বছরটা মোটেও সালমান খানের নয়। এ বছরে নেই ছবিতে তেমন কোনো রেকর্ড। একের পর এক মামলা মোকদ্দমায় পুরো বিপর্যস্ত মন মানসিকতা। সবকিছু মিটিয়ে যাও শুটিং শুরু করলেন অমনি দেখা দিলো নতুন বিপত্তি।

এবার কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে বলিউডের এই বিতর্কিত তারকার বিরুদ্ধে। তবে মুম্বাইয়ে নয়। ইনদওর পৌরসভা সালমান ও তার বাবা সেলিম খানের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনেছে।

ইনদওরের ওল্ড পালাসিয়া এলাকায় সালমানদের পৈতৃক সম্পত্তি রয়েছে। সেখানেই জন্মেছিলেন তিনি। ইনদওর পৌরসভার (আইএমসি) একটি সূত্র জানাচ্ছে, ২০০৬ সাল থেকে প্রায় ২৫ হাজার টাকা কর বাকি রয়েছে খান পরিবারের তরফে। ২০১৪ সালে পৌরসভার তরফে একটি নোটিশ পাঠানো হয়েছিল সালমানদের।

তখন বলা হয়েছিল, প্রায় ২৩ হাজার টাকা জলকর বাকি রয়েছে তাদের। কিন্তু এখনও পর্যন্ত কেউ তার কোনও জবাব দেয়নি বলে অভিযোগ। করের পরিমাণ এ বছর বেড়ে হয়েছে ২৫ হাজার তিনশো একুশ টাকা। আইএমসির কমিশনার রাকেশ সিংহের কথায়, ‌‘সলমন তো আর পাঁচটা করদাতার মতোই। সেলিব্রিটি মানে তো এই নয় যে, যে কেউ কর ফাঁকি দিতে পারে। কারও যদি কর দেওয়া বাকি থাকে, তা হলে তাকে সেই টাকাটা দিতেই হবে।’

তবে গুল্লু মির্জা নামে ইনদওরে সালমানদের এক আত্মীয় দাবি করেছেন, তাদের পরিবারের কারও কোনও কর বাকি নেই। নইম খান নামে অপর এক আত্মীয়ের দাবি, তিনি সেলিম খানের থেকে বেশ কিছু সম্পত্তি কিনেছেন। কিন্তু পৌরসভায় এখনও নাম পরিবর্তন হয়নি। আর তা থেকেই যত বিতর্ক হচ্ছে।

অন্য দিকে পৌরসভার দাবি, যে পরিষেবা নম্বরের ভিত্তিতে জলকর ফাঁকির অভিযোগ উঠেছে সেই সম্পত্তির মালিকানা সালমান ও তার বাবার নামেই রয়েছে। ফলে কর মেটানোর দায়িত্ব তাদেরই নিতে হবে।

এলএ