ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মামলার শিকার মিকা সিং

প্রকাশিত: ০১:৩৯ পিএম, ১৯ মে ২০১৫

বলিউড তারকাদের ভাগ্যাকাশ থেকে শনির দশা যেনো কিছুতেই কাটছেনা। একের পর এক মামলায় জাড়াচ্ছেন তারা। সালমান খান, সানি লিওনের পর এবার সে তালিকায় যুক্ত হলেন ভারতীয় গায়ক মিকা সিং।

জানা যায়, মিকা সিং এর জন্যে এক নারী উদ্যোক্তা আত্মহত্যার চেষ্টা করেছেন। আর সে কারণেই নাকি মৃত্যুর উস্কানিদাতা হিসেবে মামলা হচ্ছে জনপ্রিয় এই গায়কের বিরুদ্ধে।

ভারতীয় গনমাধ্যমগুলোর মাধ্যম থেকে জানা যায়, আহমেদাবাদের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের মালিক প্রিয়াংকা চাদ্দার আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে মিকা সিংকে চুক্তিবদ্ধ করা হয়। পরে সোয়াইন ফ্লু ভাইরাসের কারণে ঐ অনুষ্ঠানটি পন্ড হলে একই স্থানে অন্য একটি সংস্থার আহ্বানে মিকা সিংয়ের কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে হতাশায় আত্মহত্যার চেষ্টা করেন ওই মালিক নারী।

শেষ খবর পাওয়া পর্যন্ত আহমেদাবাদ পুলিশ মিকা সিংয়ের বিরুদ্ধে ভারতীয় অাইনে ৪২০, ৪০৬, ১১৪, ১২০বি এবং ৫০৬ ধারায় প্রতারণার মামলা দায়ের করেছেন।

আরএএইচ/এলএ/আরআইপি