ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

দুবাইয়ে যাওয়ার অনুমতি চাইলেন সালমান

প্রকাশিত: ০৮:০২ এএম, ২১ মে ২০১৫

গাড়ি চাপা দিয়ে খুনের মামলায় মুক্তি মিলেছে বটে, তবে দেশ ছাড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে বলিউড তারকা সালমান খানের। তাই কাজের প্রয়োজনে দুবাই যেতে মুম্বাই আদালতের অনুমতি চাইলেন তিনি।

পাঁচ বছরের জেল হওয়ার পর জামিনে মুক্ত হন সালমান। চলে যান কাশ্মীরে নিজের নতুন ছবি ‘বজরঙ্গি ভাইজান’ ছবির শুটিং করতে। সেখানে কাজের ঝক্কি কাটিয়ে সল্লু এবার দুবাই যেতে চান। কিন্তু দেশ ছাড়ার অনুমতি নেই , মুম্বাই আদালতে দুবাইয়ে যাওয়ার অনমুতি চেয়ে আবেদন করলেন।

ট্র্যাভেল পারমিশনে সালমান জানিয়েছেন, ২৯ মে দুবাইয়ে এক শো’তে পারফর্ম করতে হবে তাকে। সে জন্যই দুবাইয়ে যেতে চান তিনি।

এদিকে ভাই কবীর খানের ‘বজরঙ্গি ভাইজান’ ছবির কাজ সেরে সালমান এখন আরেকটি ছবির কাজ শুরু করতে চলেছেন। আগামী মাস থেকে সুরজ বারজাটিয়ার ‘প্রেম রতন ধন পাও’ ছবি শুটিংয়ের কাজ শুরু করবেন এই নায়ক।

এল/এএ/পিআর