সকালে জিৎ, বিকেলে ঢাকায় আসছেন শর্মিলা ঠাকুর
ঢাকায় আসছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। আগামীকাল শনিবার একটি কনসার্টে অংশ নেবেন তিনি। তার সঙ্গে এই কনসার্টে অংশ নেবেন কলকাতার জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলি।
শর্মিলা ঠাকুর আজ শুক্রবার বিকেলে ঢাকায় পা রাখবেন বলে জানিয়েছে কনসার্টের আয়োজক চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট। তার আগে সকালের একটি ফ্লাইটে ঢাকায় পোঁছাবেন জিৎ। দুই ভুবনের এই দুই তারকা অবস্থান করবেন রাজধানীর অভিজাত হোটেল লা মেরিডিয়ানে।
শনিবারে অনুষ্ঠিত হতে যাওয়া এটিএন বাংলা-চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট প্রেজেন্টস পাওয়ার্ড বাই ভিশনের 'শর্মিলা ঠাকুর-জিৎ গাঙ্গুলি লাইভ ইন ঢাকা' কনসার্ট নিয়ে বিস্তারিত জানাতে আজ সন্ধ্যায় ৬টায় সাংবাদিকদের মুখোমুখি হবেন শর্মিলা ঠাকুর ও জিৎ গাঙ্গুলি।
চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্টের সিইও অনন্যা রুমা বলেন, 'আমরা চেষ্টা করছি জমকালো একটি আয়োজনের। আজ আমাদের আমন্ত্রিত দুই অতিথি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। কনসার্ট নিয়ে তারা প্রশ্নোত্তর পর্বেও অংশ নেবেন।'
কনসার্টটি এটিএন বাংলার দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করা হবে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার থেকে।
প্রসঙ্গত, শর্মিলা ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরসূরী। বাঙালি এই অভিনেত্রী অভিনয় দিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন বাংলা ছবিতে। তিনি বলিউডেও জনপ্রিয় অভিনেত্রী হিসেবে সমাদৃত। বলিউড তারকা সাঈফ আলী খান ও সোহা আলী খানের মা শর্মিলা।
অন্যদিকে জিৎ গাঙ্গুলি বর্তমানে কলকাতার চলচ্চিত্রের সংগীতে জনপ্রিয় এক নাম। তার সুর-সংগীত ও গায়কীতে অসংখ্য গান দুই বাংলাতে জনপ্রিয়তা পেয়েছে।
এলএ/বিএ
সর্বশেষ - বিনোদন
- ১ হাদির আসনে নুরের দলের প্রার্থী মেঘনা আলম, দিলেন একগুচ্ছ প্রতিশ্রুতি
- ২ ইলিয়াস কাঞ্চনের জন্মদিন আজ, মন ভালো নেই নায়কের অনুরাগীদের
- ৩ কেটি পেরির সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের নতুন অভিযোগ
- ৪ রেস্তরাঁর গোপন ভিডিও ভাইরাল, জবাব জ্যাকুলিনের
- ৫ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে বড়দিনে শিল্পকলায় আয়োজন