আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণে ফারুকী
তার নির্মাণ, গল্প বাছাই, শিল্পী বাছাই সবসময়ই প্রশংসা কুড়িয়েছে দেশ ও বিদেশে। শোবিজের রঙিন ভুবনে যাত্রাটা শুরু করেছিলেন নাটক দিয়েই। সৃষ্টিশীলতার মুন্সিয়ানার জোরে আজ তিনি দেশ বরেণ্য নির্মাতা।
একের পর এক উপহার দিয়েছেন ব্যাচেলর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, পিঁপড়াবিদ্যার মতো দর্শকপ্রিয় এবং বিনোদন নির্ভর চলচ্চিত্র। তার একটি ছবির থেকে অন্যটি সম্পূর্ণই আলাদা। ব্যতিক্রম গল্প বলার ধরণ ও মেজাজ। আর এসব কারণেই তিনি অন্য সবাইকে ছাড়িয়ে।
দেশের গণ্ডী পেরিয়ে এ নির্মাতা পৌঁছে গিয়েছেন বিশ্ব চলচ্চিত্রের আঙিনায়। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং আনন্দবাজার পত্রিকা ফারুকীর ভূয়সী প্রশংসা করেছে। আনন্দবাজার পত্রিকা লিখেছে এভাবে, ‘জন্ম, কর্ম সবই বাংলাদেশে। কিন্তু তার খ্যাতি বিশ্বজুড়ে। তিনি মোস্তফা সরয়ার ফারুকি। চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকারের দায়িত্ব সামলান একই সঙ্গে। বাংলাদেশে চলচ্চিত্র জগতে বিপ্লবের মূলে রয়েছেন এই তরুণ পরিচালক।’
এতো কিছু বলার মূল কারণ এ গুণী নির্মাতা এবার বিশ্বজয়ের দৌঁড়ে নেমেছেন। নির্মাণ করতে যাচ্ছেন ‘নো ল্যান্ডস ম্যান’ নামের আন্তর্জাতিক একটি চলচ্চিত্র। ফারুকী তার নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসের মাধ্যমে জানালেন, চলতি বছরের ডিসেম্বর থেকে তিনি তার এ চলচ্চিত্রটি নির্মাণ শুরু করবেন। তবে মজার বিষয় হচ্ছে নির্মাণের আগেই ছবিটি দক্ষিণ এশিয়ার ফিল্ম বাজারে সেরা প্রজেক্টের পুরস্কার জিতে নিয়েছিলো। সেরা প্রজেক্টের পুরস্কার হিসেবে ছবিটি জিতেছে নগদ ১০ লাখ রুপি ও সনদ।
আর নতুন খবর হচ্ছে, এ ছবিতে বলিউডের শক্তিমান অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিক অভিনয় করবেন বলে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। পাশাপাশি তারা প্রকাশ করেছে এ ছবিতে একজন হলিউড অভিনেত্রী ও একটি বিশেষ চরিত্রে বাংলাদেশের একজন অভিনেত্রীর অভিনয়ের সম্ভাবনার কথা।
এ বিষয়ে মোস্তফা সরয়ার ফারুকী নিজের স্ট্যাটাসে লিখেছেন, ‘আমিও টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকা মারফত জানতে পারি যে নওয়াজুদ্দিনের বিষয়টি। এটা সত্য যে তার সঙ্গে আমার কথা হয়েছে। শুধু নওয়াজুদ্দিন নন, ইরানি একজন অভিনেতার সঙ্গেও আমার কথা হয়েছে। যার নামের সঙ্গে অস্কার পুরস্কার জড়িত। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে সব শিল্পীদের নাম আমরা ঘোষণা করবো।’
এদিকে আরো জানা যায় যে, ছবির ২০ ভাগ শুটিং হবে উত্তর ভারত অথবা উত্তর কলকাতায়, ৭০ ভাগ শুটিং হবে যুক্তরাষ্ট্রে, ৫ ভাগ বাংলাদেশে ৫ ভাগ অস্ট্রেলিয়ায়। ছবিটি নির্মাণ হবে ইংরেজীতে। পরে বাংলা, হিন্দি ও উর্দু ভাষায় তা ডাবিং করা হবে।
এলএ/পিআর
সর্বশেষ - বিনোদন
- ১ আতঙ্ক আর বেদনা নিয়ে ঢাকা ছাড়লেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর
- ২ চলছে রণবীর সিংয়ের রাজত্ব, ‘অ্যানিমেল’ টপকে সেরা দশে ‘ধুরন্ধর’
- ৩ ৪৬ বছর বয়সেই করুণ মৃত্যু, জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার
- ৪ যে কারণে ভেঙেছিল শুভর সঙ্গে প্রেম, অবশেষে মুখ খুললেন বিন্দু
- ৫ নিরাপত্তার কারণে কনসার্ট বাতিল হওয়ায় আর্থিক ক্ষতিতে ‘শিরোনামহীন’