বলিউডে আগ্রহী শোয়ার্জনেগার
বলিউড পাড়ায় বেশ ভালো সম্পর্ক রয়েছে টার্মিনেটর খ্যাত হলিউডের নায়ক আরনল্ড শোয়ার্জনেগারের। দক্ষিণ ভারতের অভিনেতা ভিক্রম আই এর একটি অডিও রিলিজের অনুষ্ঠানে অংশ নেয়ার জন্যে চেন্নাই এসেছিলেন একবার এ অভিনেতা।
চেন্নাইয়ে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে ক্যালিফোর্নিয়ার সাবেক এই গভর্নর বলেন, ‘যদি একটি ভালো গল্প এবং আগ্রহী নির্মাতার সন্ধান মেলে তবে অবশ্যই আমি এখানে কাজ করতে আগ্রহী। আমি পৃথিবীর যে কোনো দেশেই অভিনয় করতে আগ্রহী এবং সেটা ইন্ডিয়াতে হলেও আপত্তি নেই।’
এবার অপেক্ষা করাই যেতে পারে বলিউডের পর্দায় এই অ্যাকশান অভিনেতার হিরোগিরি দেখার।
আরএএইচ/এলএ/আরআই