ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

টোকাইদের নিয়ে শশীর ‘মাটির মানুষ’

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২৪ এএম, ০৮ আগস্ট ২০১৭

চলার পথে প্রতি পদে পদে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হওয়া এক নারী শাপলা। শাপলা প্রতিবাদী। শহরের ফুটপাতের টোকাইদের শিক্ষার আলোয় আলোকিত করতে চায়। কিন্তু সামনে দেয়াল হয়ে দাঁড়ায় শহরের সন্ত্রাসী রাজ। রাজের ভয়ে শহরের সবাই তটস্থ।

শাপলার বাবা নয়টা-পাঁচটা চাকরি করা একজন মাটির মানুষ। ঝামেলা এড়িয়ে চলতেই তিনি পছন্দ করেন। সামনে কেউ দাঁড়ালে অন্য পাশ দিয়ে ঘুরে যান। বাবা ছাড়া পরিবারে আর কেউ নেই শাপলার। শাপলা তবু এই বাধার দেয়াল ভাঙার জন্য বদ্ধপরিকর।

এমনই একটি বাধার দেয়াল ভাঙা শাপলা নামক চরিত্র নিয়ে টেলিছবি ‘মাটির মানুষ’। এতে শাপলা চরিত্রে অভিনয় করেছেন ‘হাজার বছর ধরে’র টুনি খ্যাত চিত্রনায়িকা শারমীন জোহা শশী। তার বাবার চরিত্রে অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা ফজলুর রহমান বাবু।

আশরাফুজ্জামান বাবুর রচনায় টেলিছবিটি পরিচালনা করছেন মুসাফির রনি। সোমবার থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে এর চিত্র ধারণ শুরু হয়েছে। এতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, মাসুদ আহমেদ এবং জাহাঙ্গির হোসেন বাবর।

টেলিছবিটি একটি বেসরকারি টেলিভিশনের জন্য নির্মিত হচ্ছে বলে জানান পরিচালক।

এসইউ/জেআইএম/আইআই

আরও পড়ুন