EN
  1. Home/
  2. বিনোদন

আসছে মিনারের খেয়াল

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৩ এএম, ২৯ আগস্ট ২০১৭

মিনার রহমান। যিনি মিনার নামেই অধিক পরিচিত। একজন জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও কার্টুনিস্ট। তার গান মানেই তরুণ প্রজন্মের কাছে ভালো লাগা এক পশলা বৃষ্টি।

সেই বৃষ্টিতে ভাসাতেই আসছে ঈদে মিনার প্রকাশ করছেন বিশেষ সিঙ্গেল ট্র্যাক ‘খেয়াল’। গানটির কথা লিখেছেন সজীব শাহরিয়ার। গানটির সুর ও সংগীত করেছেন জেকে মজলিশ। গানটি রিলিজ হচ্ছে সিডি প্লাসের ব্যনারে।

অডিও’র পাশাপাশি গানটির মিউজিক ভিডিও নিয়েও হাজির হবেন মিনার। এ প্রসঙ্গে শিল্পী বলেন, ‘গানটির কথা, সুর ও সংগীত আয়োজন অনেক সুন্দর হয়েছে। আশা করছি গানটি সকলের ভাল লাগবে। শ্রোতাদের ঈদ বিনোদন হিসেবে গানটিকে ভিডিওতেও প্রকাশ করা হবে।’

সুরকার ও সংগীত পরিচালক জেকে বলেন, ‘গানটির কাজ অনেক সময় নিয়ে করেছি। গানটি সবার ভাল লাগবেবলে আমার বিশ্বাস।’

এলএ

আরও পড়ুন