বাবা দিবসে আসছে ক্ষরণ
বাবা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘ক্ষরণ’। টেলিফিল্মটিতে বাবার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত। শারমিন ফারিয়া ও ফরহাদ লিমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সঞ্জীব সাহা সঞ্জু।
টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, নাঈম, জিনাত, শেলী আহসান, শওকত আলী রানা, বাপ্পী নীল, সিমিসহ আরো অনেকে।
টেলিছবিটির গল্প নিয়ে নির্মাতা সঞ্জু বলেন, ‘পিতার যেমন পিতৃত্ব, তেমনি সন্তান নামটি পেতে হলেও তার গুণাবলী থাকা চাই। নৈতিক অবক্ষয়ের কারণে বর্তমান সময়ে প্রাপ্য সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা কতটুকু পাচ্ছেন একজন পিতা? এমন দায়বদ্ধতার জায়গা থেকে টেলিফিল্মটির গল্প দাঁড় করানো হয়েছে।’
জানা গেছে, রাজধানী উত্তরায় ৯-১১ মে টানা তিনদিন শুটিং সম্পন্ন হয়েছে এ টেলিফিল্মের। ২৫ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এটি।
আরএএইচ/এলএ/আরআইপি