মা হচ্ছেন সুদীপ্তা
টালিগঞ্জের পরিচিত মুখ সুদীপ্তা চক্রবর্তী। ২০০০ সালে প্রয়াত ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘বাড়িওয়ালি’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। এই অভিনেত্রীর বর্তমানে মুক্তিপ্রাপ্ত শেষ ছবি ‘ওপেন টি বায়োস্কোপ’।
‘চন্দ্রবিন্দু’ খ্যাত অনিন্দ্য চট্টোপাধ্যায়ের প্রথম পরিচালিত এই ছবিতে সুদীপ্তাকে দেখা গিয়েছিল ‘ফোয়ারা’র মা-এর ভূমিকায়। এবার বাস্তবেও মা হতে চলেছেন সুদীপ্তা।
এক বছর হল অভিষেক সাহার সঙ্গে তার বিয়ে হয়েছে। চলতি বছরের শেষের দিকে ‘ডিউ-ডেট’ অভিনেত্রীর। তাই এখন কোনও নতুন কাজ হাতে নিচ্ছেন না। মৈনাক ভৌমিকের ‘চলচ্চিত্র সার্কাস’ ছবির ডাবিং এখনও বাকি আছে বলে জানিয়েছেন তিনি। তবে ছন্দা দত্ত ও অঞ্জন দত্তর ‘দ্য থ্রিপেনি অপেরা’ নাটকে কাজ না করার জন্য খানিক মন খারাপ তার।
এলএ/আরআই
সর্বশেষ - বিনোদন
- ১ আতঙ্ক আর বেদনা নিয়ে ঢাকা ছাড়লেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর
- ২ চলছে রণবীর সিংয়ের রাজত্ব, ‘অ্যানিমেল’ টপকে সেরা দশে ‘ধুরন্ধর’
- ৩ ৪৬ বছর বয়সেই করুণ মৃত্যু, জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার
- ৪ যে কারণে ভেঙেছিল শুভর সঙ্গে প্রেম, অবশেষে মুখ খুললেন বিন্দু
- ৫ নিরাপত্তার কারণে কনসার্ট বাতিল হওয়ায় আর্থিক ক্ষতিতে ‘শিরোনামহীন’