গল্প স্বল্প গানে হাকিম দম্পতি
একুশে টেলিভিশনে জনপ্রিয় সেলিব্রেটি টক শো ‘গল্প স্বল্প গান’। অনুষ্ঠানটিতে এবারের পর্বে অতিথি হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ আজিজুল হাকিম এবং তার স্ত্রী জিনাত হাকিম।
দাম্পত্য জীবন, নিজেদের ক্যারিয়ার এবং সম্প্রতিক ব্যস্ততা নিয়ে সরাসরি আড্ডা দিবেন তারা। এছাড়া অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হওয়ায় দর্শকদেরও মতামত প্রদানের সুযোগ থাকছে। দর্শকরা সরাসরি অতিথিদের সাথে বিভিন্ন মতামত শেয়ার এবং অনুভূতি জানাতে পারেন।
ফওজিয়া এরিনার উপস্থাপনায় অনুষ্ঠানটি যৌথ প্রযোজনা করেছেন ফওজিয়া এরিনা এবং শাওন রায় চৌধুরী। প্রতি শনিবার রাত ১০টা ১০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচারিত হয় অনুষ্ঠানটি।
এলএ/আরআই
সর্বশেষ - বিনোদন
- ১ আতঙ্ক আর বেদনা নিয়ে ঢাকা ছাড়লেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর
- ২ চলছে রণবীর সিংয়ের রাজত্ব, ‘অ্যানিমেল’ টপকে সেরা দশে ‘ধুরন্ধর’
- ৩ ৪৬ বছর বয়সেই করুণ মৃত্যু, জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার
- ৪ যে কারণে ভেঙেছিল শুভর সঙ্গে প্রেম, অবশেষে মুখ খুললেন বিন্দু
- ৫ নিরাপত্তার কারণে কনসার্ট বাতিল হওয়ায় আর্থিক ক্ষতিতে ‘শিরোনামহীন’