ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

গ্রেট গ্র্যান্ড মাস্তিতে পূজা!

প্রকাশিত: ১১:৩৫ এএম, ২৫ জুন ২০১৫

জনপ্রিয় বলিউড ছবি ‘গ্র্যান্ড মাস্তি’র সিক্যুয়েল ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’তে নায়িকা হিসেবে কাজ করতে যাচ্ছেন পূজা চোপড়া। ২০০৯ সালের মিস ইন্ডিয়া খেতাব জেতা এই সুন্দরীকে নিজের ছবিতে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক ইন্দ্রকুমার।

যদিও পূজাকে এ ছবির যে চরিত্রে চূড়ান্ত করা হয়েছে তা করার কথা ছিলো বলিউড এর আরেক অভিনেত্রী নিধি সুবাইয়াহর। কিন্তু ছবিটি শুরুর শেষ মুহূর্তে এসে নিধির বদলে নায়িকা হিসেবে নেওয়া হয়েছে পূজাকে। আর পূজাও ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’র নায়িকা হতে পেরে দারুণ খুশি।

এ প্রসঙ্গে পূজা বলেছেন, ‘গ্র্যান্ড মাস্তি ছবিটি আমার নিজের অনেক পছন্দের। আমি বেশ কয়েকবার ছবিটি দেখেছি। আর সেই ছবিটির সিক্যুয়েলে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আসলে এটা আমার এখনও বিশ্বাস হচ্ছে না। আমি খুশি,দারুণ খুশি।’

উল্লেখ্য, ‘গ্র্যান্ড মাস্তি’র মতোই এ ছবিটিতেও নায়কের ভূমিকায় দেখা যাবে রিতেশ দেশমুখ, আফতাব শিবদাসানি এবং বিবেক ওবেরয়কে।

এলএ/আরআইপি